'অপ্রয়োজনীয় তদবির' না করাসহ পুলিশকে ৭ নির্দেশনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৫: ৪৩
বাংলাদেশ পুলিশ

পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি-বদলিসহ নানা ইস্যুতে 'অপ্রয়োজনীয় তদবির' না করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি কর্মস্থল ত্যাগ ও চিকিৎসাজনিত ছুটিসহ আরও কিছু বিষয়ে মোট সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পুলিশে সদস্যদের কেউ কেউ অফিস চলাকালীন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে হাজির হয়ে বিভিন্ন ধরনের তদবির করে থাকেন, যা বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। এমন তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন এবং দৈনন্দিন সরকারি কাজ ব্যাহত হচ্ছে। তাই এ ধরনের তদবির নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অনেক সময় পুলিশ অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠায়। কিন্তু কখনো কখনো ওই চিঠির নির্দেশনা বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন উপায়ে যোগাযোগ করে থাকেন। এতে যথাযথ সিদ্ধান্ত নিতে কোনো কোনো সময় জটিলতা তৈরি হয়।

কিছু ক্ষেত্রে মন্ত্রণালয়কে এড়িয়ে অন্য বিভাগ বা মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি চিঠির মাধ্যমে যোগাযোগ করা হয়ে থাকে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, এতে পরবর্তী কার্যক্রম নিতে বিঘ্ন ঘটে৷ এসব কারণেই সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদস্যদের জন্য। এগুলো যথাযথভাবে প্রতিপালন করতে বলা হয়েছে। নির্দেশনাগুলো হলো—

  • নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না;
  • পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকতে হবে;
  • যথাসময়ে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠাতে হবে;
  • দেশের বাইরে ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাই করে পাঠাতে হবে;
  • দেশের বাইরে চিকিৎসাজনিত ছুটির ক্ষেত্রে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের প্রত্যয়ন ও চিকিৎসা প্রতিবেদন যাচাই করে পাঠাতে হবে;
  • আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ বা চিঠি পাঠানোর ক্ষেত্রে ‘রুলস অব বিজনেস’ যথাযথভাবে অনুসরণ করতে হবে; এবং
  • প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ জেমস (GEMS) আইডিতে লগইন করে তথ্য হালনাগাদ রাখতে হবে।
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আরও এক শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩৪

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।

৩ ঘণ্টা আগে

নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা

নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এমন অবস্থায় দেশের ১৫ জেলা ও দ্বীপ এলাকায় ১-৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

৪ ঘণ্টা আগে

২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে

সভায় আরও উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম,

১৬ ঘণ্টা আগে

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬২০

পুলিশ সদর দপ্তর জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ অভিযানে মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ১ হাজার ৪৯ জন এবং অন্যান্য কারণে ৫৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে