বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় সরকারকে চিঠি দিল ভারত

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৫: ২৩

রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার প্রেক্ষিতে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন আজ (মঙ্গলবার) বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আহতদের ভারতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়ে তথ্য চেয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায়, আহতদের জন্য ভারতের কোনো বিশেষায়িত চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে, বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় তথ্য আমাদের জানায়, সেই অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।”

এর আগে সোমবার রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিয়োগান্তক এই দুর্ঘটনায় বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছেন দেড় শতাধিক।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ফাইটার জেটটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৮ জন এখনো সংকটাপন্ন

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন আরও জানান, এই আটজন ছাড়াও বার্ন ইনস্টিটিউটে আরও ৩৬ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৩ জন জনের শারীরিক অবস্থা ‘সিভিয়ার’ বা গুরুতর এবং বাকি ২৩ জনের শারীরিক অবস্থা ‘ইন্টারমিডিয়েট’ বা মাঝামাঝি অবস্থায় রয়েছে।

১ ঘণ্টা আগে

তথ্য ও মানবাধিকার কমিশন নেতৃত্বশূন্য রাখা বিব্রতকর রেকর্ড : টিআইবি

তিনি বলেন, তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন গঠন সরকারের স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকারের প্রতি রাষ্ট্রীয় প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ প্রতীক। অথচ দায়িত্ব গ্রহণের এক বছরের কাছাকাছি সময় পার হয়ে গেলেও কমিশন দুটি গঠনে কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।

১ ঘণ্টা আগে

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

বুধবার (২৩ জুলাই) বিকেলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২ ঘণ্টা আগে

ছাত্রদল নেতার মৃত্যু, সেনা-পুলিশ কর্মকর্তাসহ ১১ জনের নামে মামলা

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- মেজর মুদাব্বির, ক্যাপ্টেন তাম্মাম, সাইন্স ল্যাব সেনা ক্যাম্প ৩০ ফিল্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজ, দারুস সালাম জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাকারিয়া, সহকারী কমিশনার (এসি) এমদাদুল হক, শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত

২ ঘণ্টা আগে