বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় সরকারকে চিঠি দিল ভারত

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৫: ৫৬

রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার প্রেক্ষিতে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন আজ (মঙ্গলবার) বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আহতদের ভারতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়ে তথ্য চেয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায়, আহতদের জন্য ভারতের কোনো বিশেষায়িত চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে, বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় তথ্য আমাদের জানায়, সেই অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।”

এর আগে সোমবার রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিয়োগান্তক এই দুর্ঘটনায় বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছেন দেড় শতাধিক।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ফাইটার জেটটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৭ম দিনের শুনানি শুরু

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়।

৪ ঘণ্টা আগে

ভোটারপ্রতি প্রার্থী খরচ করতে পারবেন সর্বোচ্চ ১০ টাকা

এ পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা ও খরচ নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সমতা নিশ্চিত করা হবে বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।

৫ ঘণ্টা আগে

জোটে গেলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে, অধ্যাদেশ জারি

অবশেষে সরকার সেই সংশোধনই বহাল রেখে অধ্যাদেশ জারি করেছে। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট করলেও অন্য দলের প্রতীক ব্যবহার করে ভোট করা যাবে না। প্রতিটি দলকে নিজেদের স্বীকৃত প্রতীকে ভোট করতে হবে।

৬ ঘণ্টা আগে

একক প্রার্থী হলে ‘না’ ভোট দিতে পারবেন ভোটাররা

২০১৪ সালের নির্বাচনের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, এবার ফিরলো ‌‘না ভোট’। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে সেখানে যারা ভোটার আছে তারা ‘না’ ভোট দিতে পারবেন। ‘না ভোট’ বেশি হলে ওই এলাকায় নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া কোনো প্রার্থী যদি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে

৬ ঘণ্টা আগে