ডেস্ক, রাজনীতি ডটকম
টিকটক এমন এক জায়গা যেখানে মানুষ নিজের পছন্দের জিনিস আবিষ্কার করে, নতুন কমিউনিটি গড়ে তোলে এবং নিজের ভাবনা বা প্রতিভা প্রকাশ করে। টিকটক বলছে, তাদের লক্ষ্য খুবই সহজ— মানুষকে সৃজনশীলতায় অনুপ্রাণিত করা ও আনন্দ দেওয়া।
সবার এ অভিজ্ঞতা নিরাপদ ও ইতিবাচক রাখার জন্যই টিকটক তৈরি করেছে কমিউনিটি গাইডলাইন বা কিছু নিয়মাবলি। এই নিয়ম সবার জন্য প্রযোজ্য। টিকটকে যা কিছু প্রকাশ পায়, তার সবকিছুই এই গাইডলাইন মেনে হতে হবে।
টিকটকের এই গাইডলাইনে স্পষ্টভাবেই উল্লেখ করা রয়েছে কয়েকটি বিষয়—
টিকটক বলছে, আমাদের কমিউনিটি গাইডলাইন বিষয়ভিত্তিকভাবে সাজিয়েছি, যেন সহজে তথ্য খুঁজে পাওয়া যায়। প্রতিটি বিষয়ের শেষে থাকবে ‘আরও তথ্য’ অংশ। সেখানে গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা, সাধারণ প্রশ্নের উত্তর ও উদাহরণ দেওয়া আছে। তবে এ উদাহরণগুলো সব পরিস্থিতি কভার করে না, শুধু দিকনির্দেশনা দেয়।
টিকটকের ভাষ্য, আপনি যদি কখনো দ্বিধায় পড়েন যে কোনো কিছু পোস্ট করবেন কি না, তখন মনে রাখবেন— সবার প্রতি আপনাকে সদয় থাকতে হবে, যেমনটা আপনি চান অন্যরাও আপনার প্রতি সদয় থাকুক।
টিকটকের কমিউনিটি গাইডলাইনে বলা হয়েছে, ‘আমরা চাই আমাদের কমিউনিটি গাইডলাইনস খুব সহজভাবে বোঝা যায়। তাই প্রথমে সংক্ষেপে জানানো হলো— কোন বিষয়গুলো আমরা অনুমতি দিই না। পরে প্রতিটি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে।‘
আমরা চাই টিকটক যেন সবার জন্য নিরাপদ, মজার এবং সৃজনশীল জায়গা হয়। তাই আমরা নিচের নিয়মে কনটেন্ট পরিচালনা করি—
সূত্র: টিকটক
টিকটক এমন এক জায়গা যেখানে মানুষ নিজের পছন্দের জিনিস আবিষ্কার করে, নতুন কমিউনিটি গড়ে তোলে এবং নিজের ভাবনা বা প্রতিভা প্রকাশ করে। টিকটক বলছে, তাদের লক্ষ্য খুবই সহজ— মানুষকে সৃজনশীলতায় অনুপ্রাণিত করা ও আনন্দ দেওয়া।
সবার এ অভিজ্ঞতা নিরাপদ ও ইতিবাচক রাখার জন্যই টিকটক তৈরি করেছে কমিউনিটি গাইডলাইন বা কিছু নিয়মাবলি। এই নিয়ম সবার জন্য প্রযোজ্য। টিকটকে যা কিছু প্রকাশ পায়, তার সবকিছুই এই গাইডলাইন মেনে হতে হবে।
টিকটকের এই গাইডলাইনে স্পষ্টভাবেই উল্লেখ করা রয়েছে কয়েকটি বিষয়—
টিকটক বলছে, আমাদের কমিউনিটি গাইডলাইন বিষয়ভিত্তিকভাবে সাজিয়েছি, যেন সহজে তথ্য খুঁজে পাওয়া যায়। প্রতিটি বিষয়ের শেষে থাকবে ‘আরও তথ্য’ অংশ। সেখানে গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা, সাধারণ প্রশ্নের উত্তর ও উদাহরণ দেওয়া আছে। তবে এ উদাহরণগুলো সব পরিস্থিতি কভার করে না, শুধু দিকনির্দেশনা দেয়।
টিকটকের ভাষ্য, আপনি যদি কখনো দ্বিধায় পড়েন যে কোনো কিছু পোস্ট করবেন কি না, তখন মনে রাখবেন— সবার প্রতি আপনাকে সদয় থাকতে হবে, যেমনটা আপনি চান অন্যরাও আপনার প্রতি সদয় থাকুক।
টিকটকের কমিউনিটি গাইডলাইনে বলা হয়েছে, ‘আমরা চাই আমাদের কমিউনিটি গাইডলাইনস খুব সহজভাবে বোঝা যায়। তাই প্রথমে সংক্ষেপে জানানো হলো— কোন বিষয়গুলো আমরা অনুমতি দিই না। পরে প্রতিটি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে।‘
আমরা চাই টিকটক যেন সবার জন্য নিরাপদ, মজার এবং সৃজনশীল জায়গা হয়। তাই আমরা নিচের নিয়মে কনটেন্ট পরিচালনা করি—
সূত্র: টিকটক
নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতে
১১ ঘণ্টা আগেআগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) হজযাত্রীদের জন্য এই ‘হজ প্যাকেজ ২০২৬’ ঘোষণা করা হবে। এ দিন বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
১২ ঘণ্টা আগেপরিবেশ উপদেষ্টা বলেন, ‘সেন্ট মার্টিনকে বাঁচাতে পারলে পর্যটন চলবে। সেন্ট মার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে। এটা বৈশ্বিক অনুশীলন। আর সেন্ট মার্টিনে রাত্রী না যাপনের সিদ্ধান্ত ২০১৬ সালে হলেও তা বাস্তবায়ন হয়নি। এ সরকার এসে তা বাস্তবায়ন করছে।’
১২ ঘণ্টা আগেসিইসি নাসির উদ্দিন বলেন, আমি পরিবারের প্রধানের জায়গায় থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। আমরা দেখা, অদেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। অনেকগুলো চ্যালেঞ্জ দেখা যায়, অনেকগুলো দেখা যায় না। আমি পজিশন মানুষ। গ্লাসে আমি সবসময় অর্ধেক ভরা পানি দেখি।
১৩ ঘণ্টা আগে