রিকশাচালক আজিজুরের মুক্তি চেয়েছে আসক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশাচালক আজিজুর। ছবি: সংগৃহীত

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শোক জানাতে গিয়ে রিকশাচালক মো. আজিজুর রহমানের মারধর ও গ্রেপ্তারের শিকার হওয়ার ঘটনায় নাগরিকের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গ্রেপ্তার প্রত্যাহার করে আসক আজিজুরের মুক্তি দাবি করেছে।

রোববার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক এ দাবি জানিয়েছে। আজিজুরকে অবিলম্বে মুক্তি দিয়ে নাগরিকের সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে আসক বলেছে, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে অন্য অনেক নাগরিকের মতো আজিজুর রহমান নামে একজন রিকশাচালকও ‘মব সন্ত্রাসে’র শিকার হয়। ‘মব সন্ত্রাসী’রা ১৪ আগস্ট রাত থেকেই ৩২ নম্বরে অবস্থান নিয়ে সাধারণ নাগরিকদের ব্যক্তিগত ফোন তল্লাশি ও জিজ্ঞাবাদের নামে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে, যা ১৫ আগস্ট সারা দিন বাধাহীনভাবে অব্যাহত রাখে।

আসক বলছে, এ ধরনের বেআইনি তৎপরতায় লাঞ্ছনার শিকার হতে দেখা গেছে নারী-পুরুষ অনেককে। এর মধ্যে শোক জানাতে যাওয়া রিকশাচালক আজিজুর রহমানকে মারধর করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের হাতে তুলে দেয় ‘মব সন্ত্রাসী’রা। আশ্চর্যজনকভাবে ধানমন্ডি থানায় আগেই দায়ের করা জুলাই ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় ‘সন্দিগ্ধ আসামি’ হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় আসক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

জুলাই আন্দোলনে দায়ের করা বিভিন্ন মামলায় অনেক নিরীহ নিরপরাধ নাগরিকের হয়রানির শিকার হওয়ার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে আসকের বিবৃতিতে।

সংস্থাটি বলছে, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বারবার দাবি করছেন, জুলাই আন্দোলনের মামলাগুলোতে যাচাই-বাছাই করেই গ্রেপ্তার করা হচ্ছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, কেবল শোক জানাতে আসা একজন সাধারণ নাগরিককেও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি শুধু নিন্দনীয় নয়, এটি সরকারের নিজস্ব ঘোষিত নীতি ও নাগরিকের প্রতি অঙ্গীকারেরও ঘোরতর বরখেলাপ।

আসক মনে করছে, সাধারণ নাগরিককে শোক প্রকাশ করতে যাওয়ার কারণে শারীরিকভাবে আক্রমণ ও পরে গ্রেপ্তার দেখানো নাগরিকের সাংবিধানিক অধিকার লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়েছে, একজন নাগরিক কোথায় যাবেন, কোথায় যাবেন না— তা নির্ধারণ করার অধিকার কেবল সংবিধান প্রদত্ত স্বাধীনতার মাধ্যমে নাগরিকেরই থাকবে। অন্য কেউ বা রাষ্ট্রীয় সংস্থা এটি নির্ধারণ করতে পারে না।

আসক আরও মনে করে, শোক প্রকাশ করা বা না করা কিংবা যেকোনো বিষয়ে প্রতিবাদ-সমর্থন বা মৌনতা ও মতপ্রকাশ নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার দমন করার অর্থ সংবিধান ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা কেড়ে নিয়ে রাষ্ট্র যদি উদ্দেশ্যপ্রণোদিত দমনপীড়নে লিপ্ত হয়, তবে তা শুধু অগ্রহণযোগ্য নয়, গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আসক সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে, অবিলম্বে এই গ্রেপ্তার প্রত্যাহার করে আজিজুর রহমানকে মুক্তি দেওয়া হোক এবং নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হোক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১ লাখ ছাড়াল প্রবাসী ভোটার নিবন্ধন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটগ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা থাকছে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

২ ঘণ্টা আগে

ট্রান্সকম গ্রুপের সিইও সিমিনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেয়ার অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক একজন উপপরিচালককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবস

৩ ঘণ্টা আগে

ঢামেকে সেনা গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী আটক

রোববার পুরাতন ভবনের ২১২ নম্বর ওয়ার্ডে হাসপাতালে রোগীর জন্য রক্ত দিতে আসা এক স্বজনের কাছ থেকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করেন কর্মরত মনিটরিং মাঠ কর্মীরা।

৩ ঘণ্টা আগে

বার্ষিক-বৃত্তি-নির্বাচনি পরীক্ষা সুষ্ঠুভাবে না হলে ব্যবস্থা: মাউশি

মাউশি বলছে, এসব পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এসব পরীক্ষা গ্রহণে শিক্ষক-কর্মকর্তার কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম দেখা গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৫ ঘণ্টা আগে