চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৩: ০৮
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন তাদের ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যালয় থেকে কোনো ভিসা সেবা প্রদান করা হবে না।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

এর আগে, গত বুধবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে দুপুর ২টা থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হয়।

এরপর দিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আইভ্যাক-জেএফপির নিয়মিত ভিসা কার্যক্রম ফের চালু হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে ইসি

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট তফসিল ঘোষণা করা হয়। এরপর তিন বাহিনী প্রধানের সঙ্গে এটিই নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ। তারা নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিব তাদের অভ্যর্থনা জানান।

২ ঘণ্টা আগে

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ছায়ানট ভবনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে একদল দুর্বৃত্ত। গভীর রাতে চালানো এই হামলায় প্রতিষ্ঠানটির মনিটরিং সিস্টেম, সিসিটিভি ক্যামেরা ও অডিটোরিয়াম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনার পর ছায়ানটের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৪ ঘণ্টা আগে

তারেক রহমানের ফ্লাইট থেকে ২ কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হলো

বিমান সূত্র জানায়, ওই ফ্লাইটে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৪ ঘণ্টা আগে

বিশ্বশান্তির তরে আত্মদান, শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায়

আইএসপিআর জানায়, জানাজার আগে নিহত সেনাসদস্যদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে তাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। এরপর সেনাসদস্যদের মরদেহবাহী হেলিকপ্টার নিজ নিজ জেলায় উদ্দেশে রওনা দিয়েছে।

৫ ঘণ্টা আগে