ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স এখন ঢাকায়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪: ২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হাদি বর্তমানে রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে তাকে সড়কপথে আইসিইউ অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে নেওয়া হবে এবং পরে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।

ওসমান হাদির বড় দুই ভাই— ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিকের তার সঙ্গে বিদেশ যাওয়ার কথা রয়েছে। দুপুরের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে পোস্ট-অপারেটিভ তথা অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

এরপর গতকাল রোববার (১৪ ডিসেম্বর) হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, হাদির চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। পরে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাকসিডেন্ট ইমার্জেন্সি বিভাগে ওসমান হাদির চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনাও চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড, একসঙ্গে ৫৪ পতাকা নিয়ে প্যারাট্রুপিং

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে করা এই প্যারাস্যুটিং প্রদর্শনীটি বিশ্বের বুকে সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের রেকর্ড সৃষ্টি করেছে।

৪ ঘণ্টা আগে

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র‍্যাবের একটি সূত্র জানিয়েছে, হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার সংলগ্ন একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করা এই আলামতটিকে ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

৪ ঘণ্টা আগে

ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, স্মৃতিসৌধে জনতার ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠন, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পূর্ণ হয়ে উঠেছে। হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শ্রদ্ধা জানাতে আসা এই জনস্রোতের অর্পিত পুষ্পস্তবকে বীর শহীদদের ব

৬ ঘণ্টা আগে

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায়। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন রাষ্ট্রপতি ও সরকার প্রধান।

৭ ঘণ্টা আগে