হাইকোর্টে জামিন পেলেন ঢাবি শিক্ষক কার্জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আদালত প্রাঙ্গণে হাফিজুর রহমান কার্জন। ফাইল ছবি

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক হাফিজুর রহমান কার্জন। গত আগস্টে ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক গোলটেবিল ঘিরে উত্তেজনা তৈরির ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

এর আগে গত ১০ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত। একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে আপিল বিভাগ শুনানি মুলতবির আদেশ প্রত্যাহার করেন।

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল ঘিরে উত্তেজনা তৈরি হলে সেখান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে হেফাজতে নেয় পুলিশ। পরে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই দিন ডিআরইউ মিলনায়তনে কিছু লোককে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট স্লোগান দিতে শোনেন বাদী। সেখানে লতিফ সিদ্দিকী বক্তব্য দিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে বাদী জানতে পারেন, ‘মঞ্চ ৭১’-এর উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। এর অংশ হিসেবে ওই গোলটেবিল আয়োজন করা হয়।

জিজ্ঞাসাবাদে বাদী আরও জানতে পারেন, গোলটেবিল বৈঠক থেকে গ্রেপ্তার আসামি ছাড়াও আরও ৭০-৮০ জন অংশ নেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে বাদী আরও জানতে পারেন, লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’ ব্যানারকে পুঁজি করে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য দিচ্ছিলেন। ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন সমবেতদের ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট স্লোগান দিচ্ছিলেন বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবির বিজয় একাত্তর হলের আগুন নিয়ন্ত্রণে

এর আগে, এদিন ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে যমুনা ভবনের পেছনে এক্সটেনশনে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ‌সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়।

২ ঘণ্টা আগে

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। প্রাথমিকভাবে আগুনের উৎস বা কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

৩ ঘণ্টা আগে

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে এখনো অনেক কাজ বাকি: ব্যারিস্টার সারা

ব্যারিস্টার সারা হোসেন বলেন, সিআরপিসি (ফৌজদারি কার্যবিধি) আইন সংশোধন ও সুপ্রিম কোর্টের নির্দেশনার অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বাস্তব প্রয়োগে এখনো ঘাটতি রয়ে গেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনো অনেক কাজ বাকি।

৩ ঘণ্টা আগে

'গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে'

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের ওপর জনগণের আস্থাহীনতা দূর করাও জরুরি।

৪ ঘণ্টা আগে