সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে এখনো অনেক কাজ বাকি: ব্যারিস্টার সারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার সেন্টার ফর গভর্ন্যান্স আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। ছবি: রাজনীতি ডটকম

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এখনো নানা বাধার সম্মুখীন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।

তিনি বলেন, সিআরপিসি (ফৌজদারি কার্যবিধি) আইন সংশোধন ও সুপ্রিম কোর্টের নির্দেশনার অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বাস্তব প্রয়োগে এখনো ঘাটতি রয়ে গেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনো অনেক কাজ বাকি।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ অনুষ্ঠানে ‘ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ: ভবিষ্যত বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার থাকার বিষয়ে ব্যারিস্টার সারা বলেন, ‘এখনো কিছু সাংবাদিক দীর্ঘ সময় ধরে আটক রয়েছেন। এগুলো কেবল সিএসএ (সাইবার নিরাপত্তা আইন), ডিএসএ (ডিজিটাল নিরাপত্তা আইন) বা আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আইনের কারণে নয়, বরং সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন আইনের কারণে।

অনুষ্ঠানে সিজিএস ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিসের ‘ট্রায়ালওয়াচ ইনিশিয়েটিভ’ যৌথভাবে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর যে প্রভাব ফেলেছে তা নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনটির ওপর আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার সারা হোসেন বলেন, আমরা এক বছর আগেও কোনো সোনালি যুগে ছিলাম না। বরং আমরা বের হয়ে এসেছি গভীর অন্ধকারের সময় থেকে। এখন হয়তো সোনালি যুগ নয়, তবে অন্তত তুলনামূলকভাবে কম অন্ধকারের সময়। এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ।

বর্তমান সময়ের কথা তুলে ধরে সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানান, অতীতে পুলিশের আচরণের জন্য জবাবদিহির উদ্যোগ শুরু হয়েছে। সাংবাদিক গ্রেপ্তার প্রবণতাও কিছুটা কমেছে। তবে বিচারিক প্রক্রিয়ায় এখনো অনেক জায়গায় মিশ্র চিত্র দেখা যাচ্ছে।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের মামলার উদাহরণ টানেন ব্যারিস্টার সারা হোসেন। বলেন, বাতিল হওয়া আইনেও সাত বছর মামলাটি ঝুলে রয়েছে। এ ছাড়া তার বিদেশ যাত্রা, প্রশাসনিক হয়রানি, ট্যাক্স ফাইল ও বিভিন্ন তদন্তের মাধ্যমে আরও হয়রানি চালানো হয়েছে। রাষ্ট্র কতটা প্রতিহিংসামূলক হতে পারে, এগুলো তারই উদাহরণ।

মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে বলে মন্তব্য করেন ব্যারিস্টার সারা, যেগুলোকে তিনি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কতটা রক্ষিত? কোন আইন এখনো বাধা হিসেবে আছে? আদালত কি নতুন প্রেক্ষাপটে সাহসী হতে পারছে? পুলিশ কি আগের চর্চা থেকে বের হয়ে আসতে পারছে? আর যদি না পারে, তাদের জবাবদিহির ব্যবস্থা কি কার্যকর? এগুলোই এখন আমাদের সামনে চ্যালেঞ্জ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চবিতে আওয়ামীপন্থি শিক্ষককে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাসান মোহাম্মদ রোমান নামের আওয়ামীপন্থি এক শিক্ষককে টেনেহিঁচড়ে রিকশায় তুলে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (চাকসু) নেতারা।

১৩ ঘণ্টা আগে

গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে আগ্রহী বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

১৩ ঘণ্টা আগে

প্রথম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানির প্রথম দিনে ৭০ জন প্রার্থীর মধ্যে ৫২ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

১৩ ঘণ্টা আগে

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আসন ২টি স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানাসংক্রান্ত জটিলতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

১৪ ঘণ্টা আগে