বইমেলায় বাধার মুখে বন্ধ হলো স্যানিটারি ন্যাপকিনের স্টল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ২৬
বইমেলার এই স্টল থেকেই বিতরণ ও বিক্রি করা হচ্ছিল স্যানিটারি ন্যাপকিন। ছবি: সংগৃহীত

বইমেলায় ‘গোপন পণ্য’ বিক্রি হচ্ছে— বেশ কয়েক দফা এমন আপত্তি ও বাধার মুখে প্রাণ-আরএফএল গ্রুপের দুটি স্টলে নারীদের স্বাস্থ্য সুরক্ষার পণ্য স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক ‘ইসলামিস্ট গ্রুপ’ বইমেলার উন্মুক্ত স্টলে স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও বিক্রি নিয়ে এমন আপত্তি জানায়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বইমেলায় গিয়ে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেটি কালো কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে। স্টলে স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী বন্ধ নিয়ে নারী অধিকার কর্মীসহ নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রাণ-আরএফএলকে এ বিষয়ে চিঠি দিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ড্রিমার ডাংকি। তারা বলছে, বাংলা একাডেমির নির্দেশনাতেই এ চিঠি দিয়েছে তারা। চিঠিতে বলা হয়েছে, স্টল দুটিতে শিশু শিক্ষা সরঞ্জাম বিক্রি করা যাবে।

বাংলা একাডেমি বলছে, বইমেলা প্রকৃতিগত দিক থেকে বাণিজ্যমেলার মতো না হওয়ায় এখানে সব ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ নেই। এ কারণেই স্যানিটারি ন্যাপকিন না রাখতে বলা হয়েছে স্টলে। বাংলা একাডেমির এমন অবস্থান ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির চিঠি পাওয়ার পর স্টল দুটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাণ-আরএফএল।

বাংলা একাডেমি সূত্র বলছে, এবারের অমর একুশে বইমেলায় অবকাঠামো নির্মাণের দায়িত্বে ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ড্রিমার ডাংকি। টয়লেটসহ মেলার অবকাঠামো নির্মাণ করে তারা মেলা কমিটিকে জানিয়ে কিছু স্পন্সর নেওয়ার সুযোগ পায়।

এবারের বইমেলায় ড্রিমার ডাংকি প্রাণ-আরএফএলকে এমনই দুটি স্টল দিয়েছিল, যেগুলোতে ডায়াপারের পাশাপাশি ‘স্টে সেফ’ ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিন রাখা হয়। বাংলা একাডেমি অবশ্য বলছে, স্টলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেলা কর্তৃপক্ষের অনুমতি নেয়নি।

Lettet-To-Pran-RFL-From-Dreamer-Dunkey-16-02-2025

গত ১৪ ফেব্রুয়ারি এই দুটি স্টলে স্যানিটারি ন্যাপকিন না রাখার বিষয়ে প্রাণ-আরএফএলকে চিঠি দেয় ড্রিমার ডাংকি। রোববার (১৬ ফেব্রুয়ারি) ওই চিঠির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চিঠিতে বলা হয়েছে, প্রাণ-আরএফএল গ্রুপের নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা পণ্য ব্র্যান্ড ‘স্টে-সেফ’ বইমেলা প্রাঙ্গণে দুটি স্টল পরিচালনা করে আসছে। ১১ ফেব্রুয়ারির পর থেকে বেশ কিছু ইসলামিস্ট গ্রুপ ন্যাপকিনকে ‘গোপন পণ্য’ আখ্যা দিয়ে এর প্রকাশ্য প্রদর্শনী বা বিক্রি বন্ধের দাবি জানায়। পরদিন আরও অনেক মানুষ প্রায় একই দাবি নিয়ে হাজির হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলা একাডেমি, পুলিশ, আনসারসহ ইভেন্ট ম্যানেজমেন্টের ভলান্টিয়ারদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয়। ১৩ ফেব্রুয়ারি স্টল দুটি খুলে দিলে কিছু গ্রুপ সরাসরি বাংলা একাডেমিতে অভিযোগ করে।

দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ‘মব’ হচ্ছে উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, ‘অপ্রীতিকর’ পরিস্থিতি এড়াতে স্টল দুটি বন্ধ করা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। তবে ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় নিয়ে স্টল দুটিতে আলোচনাসাপেক্ষে শিশু শিক্ষা সরঞ্জামের মতো পণ্য রাখার অনুমতি দেওয়া যেতে পারে।

চিঠিতে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের হাতে লেখা ও সই করা একটি মন্তব্যও রয়েছে। তিনি লিখেছেন, ‘এ পরিস্থিতি সম্পর্কে আমি ওয়াকিবহাল। অতি দ্রুত এ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেছেন, স্পন্সরের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি একাডেমির অনুমতি নিয়ে স্পন্সর সংগ্রহের সুযোগ পায়। যেমন টয়লেট ক্লিনিংয়ের কাজ করছে ডেটল। কিন্তু এই স্টল ইভেন্ট প্রতিষ্ঠানের লোকজন মেলা কমিটিকে না জানিয়েই দিয়েছে। নীতিমালা অনুযায়ী অনুমোদন না নেওয়ার কারণে স্টল বন্ধ করা হয়েছে।

প্রাণ-আরএফএলকে চিঠি দেওয়া বিষয়ে ড্রিমার ডাংকির পরিচালক ও প্রধান নির্বাহী রাকিব হাসান গণমাধ্যমকে বলেন, বইমেলায় কী বিক্রি হবে বা হবে না, সে সিদ্ধান্ত বাংলা একাডেমির নিজের। একাডেমি চিঠি ইস্যু করতে বলেছে বলেই তারা চিঠিটি দিয়েছেন।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন সাংবাদিকদের বলেন, এটা বাণিজ্য মেলা না। এখানে ডায়াপার বা অন্য পণ্য বিক্রি করা যাবে না। বইমেলায় বই ও নির্ধারিত স্টলে খাবার ছাড়া অন্য পণ্য বিক্রির নীতিমালা নেই। তবে প্রাণ-আরএফএল ও ড্রিমার ডাংকি বলছে, স্টল দুটি থেকে স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হচ্ছিল। কেউ কিনতে চাইলেই কেবল বিক্রি করা হচ্ছিল।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (মার্কেটিং) কামরুজ্জামান কামাল গণমাধ্যমকে বলেন, বইমেলায় যেসব নারীরা আসছেন তাদের জরুরি স্বাস্থ্য সেবা বিবেচনায় রেখেই স্টে সেফ ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ড্রিমার ডাংকির এক চিঠিতে আমাদের জানানো হয়েছে, প্রকাশ্যে স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনকে অনেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে মনে করছেন। সে কারণে স্যানিটারি ন্যাপকিন স্টলে না রাখতে বলা হয়। আমরা রোববার থেকে ওই স্টলটি বন্ধ করে দিয়েছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচনের তফসিল নিয়ে সভা রবিবার

এ ছাড়া তফসিলসহ ১০টি বিষয়ে সভার আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য তফসিলের আগের ও পরের কার্যক্রমগুলো, গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয় সংক্রান্ত বিষয় ইত্যাদি। ‎

১৬ ঘণ্টা আগে

জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন শতভাগ প্রস্তুত : ইসি সচিব

কর্মশালায় “গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ), নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি” বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন।

১৬ ঘণ্টা আগে

পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে : হাইকমিশনার

প্রণয় ভার্মা বলেন, ‘আমরা কেউ একাকী সমৃদ্ধি আনতে পারব না। তাই পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।’

১৭ ঘণ্টা আগে

পোস্টাল ভোটিংয়ে আরো ১৫ দিন সময় বাড়িয়েছে ইসি

শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেন তিনি।

১৮ ঘণ্টা আগে