সচিবালয় অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পুলিশের বাধায় বসে পড়লেন সড়কে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
চাকরি পুনর্বহালসহ আট দাবিতে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা বুধবার দুপুরে সচিবালয়ের সামনের সড়কে কাফনের কাপড় পরে শুয়ে পড়েন। ছবি: ফোকাস বাংলা

কেন্দ্রীয় শহিদ মিনার থেকে রওয়ানা দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকায় ঢুকে পড়েছেন পিলখানা হত্যাকাণ্ডের পর বাংলাদেশ রাইফেলস (বিডিআর, বর্তমানে বিজিবি বাহিনী) থেকে চাকরিচ্যুতরা। চাকরিতে পুনর্বহাল করা ও বিডিআর নাম ফিরিয়ে আনাসহ ছয় দাবিতে তারা আন্দোলন শুরু করেন তারা। এখন আরও দুটি দাবি যোগ হয়েছে এর সঙ্গে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তারা। দুপুর ১টার পর পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের পথে রওয়ানা দেন। এ সময় সচিবালয়ের সামনে রাস্তায় গায়ে কাফনের কাপড় পরে শুয়ে পড়েন।

আন্দোলনকারী প্রথমে খাদ্য অধিদফতরের সামনের রাস্তায় অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে সচিবালয় এলাকায় প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। ব্যারিকেডের সঙ্গে জলকামানও ব্যবহার করে। তবে পুলিশ তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি।

EX BDR Members Protest In Front Of Secretariates 12-02-2025 (2)

৮ দাবিতে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান সাবেক বিডিআর সদস্যদের। ছবি: ফোকাস বাংলা

ছয় দফা দাবি নিয়ে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সাবেক এই বিডিআর সদস্যরা। নতুন করে তাদের ছয় দফার সঙ্গে আরও দুটি দফা যুক্ত হয়েছে। সব মিলিয়ে তাদের দাবি আটটি। দাবিগুলো হলো—

  • পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে;
  • এরই মধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে;
  • গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত শব্দ এবং কার্যপরিধি ২-এর (ঙ) ধারা বাদ দিতে হবে। একই সঙ্গে স্বাধীন তদন্ত প্রতিবেদনসাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সব ধরনের নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন, মূল ষড়যন্ত্রকারী, হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে;
  • পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ মোট ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী প্রতিটি বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সবাইকে বিচারের আওতায় আনতে হবে;
  • পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের ফিরিয়ে আনতে হবে;
  • সব শহিদ সেনা কর্মকর্তার মরদেহ ফের তদন্তের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার ব্যবস্থা করতে হবে;
  • স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারনকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে; এবং
  • পিলখানার হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং তাদের পরিবারের সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করা।
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযো

১১ ঘণ্টা আগে

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ, এবার ঢাকায় মানববন্ধন

এ সময় তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম অবহেলার সঙ্গে এই দায়সারা সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তনপ্রত্যাশীরা যে ৩ দফা দাবি জানিয়েছে তার প্রতি সংহতি জানাচ্ছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে।

১১ ঘণ্টা আগে

‘গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য দুই বিচারক ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

১১ ঘণ্টা আগে

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ হাজার নৌ সদস্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে।’

১৩ ঘণ্টা আগে