
প্রতিবেদক, রাজনীতি ডটকম

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৮ সেপ্টেম্বর) মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সিআইডি মামলাটি করেছে গুলশান থানায়। মামলার এজাহারে সিআইডি জানিয়েছে, এসব ব্যক্তির বিরুদ্ধে ৪০ কোটি ৭১ লাখ টাকার সংঘবদ্ধ প্রতারণার প্রাথমিক প্রমাণ পেয়েছে তারা।
ইউনিক ইস্টার্নের চেয়ারম্যান নূর আলী ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। গত শতকের আশির দশকে জনশক্তি রপ্তানির মাধ্যমে ব্যবসা শুরু করেন তিনি। পরে ধীরে ধীরে আবাসন, জ্বালানি, হোটেল, হাসপাতাল, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, মিডিয়াসহ নানা খাতে তিনি ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলী ও অন্য অভিযুক্তরা মালয়েশিয়ায় পাঠানো প্রতি কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করেন।
সিআইডি বলছে, অভিযুক্তরা ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই বছরে মোট তিন হাজার ৭৮৭ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন। ওই সময় একেকজনকে পাঠাতে সরকার নির্ধারিত ফি ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। তবে নূর আলী ও বাকি অভিযুক্তরা জনপ্রতি দেড় লাখ টাকা করে নিতেন।
মালয়েশিয়া যাওয়া শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট খরচ, কোভিড-১৯ পরীক্ষা, মেডিকেল ফি ও পোশাক সংক্রান্ত ফিসহ নানা খাতের কথা বলে এই সিন্ডিকেট বাড়তি অর্থ আদায় করত বলে তথ্য পেয়েছে সিআইডি।
বিজ্ঞপ্তিতে সিআইডি বলছে, সংঘবদ্ধ চক্রটির ১৪ সদস্য পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে মোট ৪০ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৩৭০ টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রাথমিক তথ্য মিলেছে। এ ঘটনা সুস্পষ্টভাবে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী অপরাধ। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ পরিচালনা করছে।
অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন এবং অজ্ঞাত বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৮ সেপ্টেম্বর) মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সিআইডি মামলাটি করেছে গুলশান থানায়। মামলার এজাহারে সিআইডি জানিয়েছে, এসব ব্যক্তির বিরুদ্ধে ৪০ কোটি ৭১ লাখ টাকার সংঘবদ্ধ প্রতারণার প্রাথমিক প্রমাণ পেয়েছে তারা।
ইউনিক ইস্টার্নের চেয়ারম্যান নূর আলী ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। গত শতকের আশির দশকে জনশক্তি রপ্তানির মাধ্যমে ব্যবসা শুরু করেন তিনি। পরে ধীরে ধীরে আবাসন, জ্বালানি, হোটেল, হাসপাতাল, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, মিডিয়াসহ নানা খাতে তিনি ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলী ও অন্য অভিযুক্তরা মালয়েশিয়ায় পাঠানো প্রতি কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করেন।
সিআইডি বলছে, অভিযুক্তরা ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই বছরে মোট তিন হাজার ৭৮৭ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন। ওই সময় একেকজনকে পাঠাতে সরকার নির্ধারিত ফি ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। তবে নূর আলী ও বাকি অভিযুক্তরা জনপ্রতি দেড় লাখ টাকা করে নিতেন।
মালয়েশিয়া যাওয়া শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট খরচ, কোভিড-১৯ পরীক্ষা, মেডিকেল ফি ও পোশাক সংক্রান্ত ফিসহ নানা খাতের কথা বলে এই সিন্ডিকেট বাড়তি অর্থ আদায় করত বলে তথ্য পেয়েছে সিআইডি।
বিজ্ঞপ্তিতে সিআইডি বলছে, সংঘবদ্ধ চক্রটির ১৪ সদস্য পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে মোট ৪০ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৩৭০ টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রাথমিক তথ্য মিলেছে। এ ঘটনা সুস্পষ্টভাবে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী অপরাধ। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ পরিচালনা করছে।
অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন এবং অজ্ঞাত বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
৭ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
৮ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সাড়ে ২৫ শতাংশরই কোনো না কোনো ঋণ বা দায় আছে। এসব প্রার্থীর মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা। সর্বশেষ পাঁচ নির্বাচনের মধ্যে এবার ঋণ বা দায়গ্রস্ত প্রার্থী সবচেয়ে কম হলেও তাদের মোট ঋণের পরিমাণ সবচেয়ে বেশি।
৮ ঘণ্টা আগে