গত ৬ দিনে গণপিটুনিতে নিহত ৬

আইনের শাসন না থাকায় বাড়ছে মব সহিংসতা

ডয়েচে ভেলে
মব ভায়োলেন্স। প্রতীকী ছবি

দেশে প্রতিনিয়তই বাড়ছে মব সহিংসতার মতো আইনবহির্ভূত ঘটনার সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, আইনের শাসন না থাকায় এসব ঘটনার লাগাম টেনে ধরা যাচ্ছে না।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মতে, বাংলাদেশে গত ৬ দিনে গণপিটুনিতে ৬ জন নিহত হয়েছেন৷ ২০২৪ সালের আগস্ট থেকে পরবর্তী ১০ মাসে গণপিটুনিতে নিহত হন ১৪৩ জন। আর ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১০ বছরে গণপিটুনির ১০০৯টি ঘটনায় কমপক্ষে ৮১৬ জন নিহত হয়েছেন৷ তবে প্রকৃত গণপিটুনির ঘটনা ও নিহত-আহতের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলে উল্লেখ করেছে সংস্থাটি৷ খবর ডয়েচে ভেলের।

সর্বশেষ গতকাল (বৃহস্পতিবার) কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়৷ এর আগে রোববার গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানায় এক শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছিল৷ আর শনিবার রাজধানীর দারুস সালাম এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়৷

মানবাধিকার কর্মী নূর খান লিটনের মতে, গণপিটুনির ঘটনাগুলোর মধ্যে শুধু বাড্ডার রেনুর মামলাটির বিচার হয়েছে।

২০১৯ সালের ২০ জুলাই ঢাকার বাড্ডায় স্কুল প্রাঙ্গণে ‘ছেলেধরা' গুজবে তাসলিমা বেগম ওরফে রেনু নামের ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়৷ সেদিন উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাসলিমা তার চার বছরের মেয়েকে ভর্তি করানোর বিষয়ে খোঁজ নিতে গিয়েছিলেন৷ সেখানে উপস্থিত কয়েকজন নারী তাকে ‘ছেলেধরা' সন্দেহ করেন৷ এই গুজব দ্রুত বাইরে ছড়িয়ে পড়ে৷ আশপাশ থেকে বিভিন্ন বয়সী কয়েক শ নারী-পুরুষ স্কুল প্রাঙ্গণে ঢুকে পড়েন৷ তাদের মারধর থেকে রক্ষা করতে তাসলিমাকে স্কুলের দোতলায় প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে রাখা হয়৷ এর মধ্যে কয়েকজন বিদ্যালয়ের কলাপসিবল গেট ভেঙে দোতলায় প্রধান শিক্ষকের কক্ষে যান৷ তারা তাসলিমাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে পেটাতে শুরু করেন৷ প্রায় আধা ঘণ্টা নির্যাতনের পর মৃত্যু হয় তাসলিমার৷

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে এই পরিবারটি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত৷ এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে তাদের একটা বিরোধ ছিল৷ এর প্রেক্ষিতেই তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।’

কেউ কি মবের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নিতে পারে? জানতে চাইলে ওসি বলেন, ‘অবশ্যই না৷ এজন্য আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি।’

গত রবিবার গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানায় এক শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ মারধরের ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ার পর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷ এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হলেও জড়িত কারও নাম উল্লেখ করা হয়নি৷ এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

এর আগে, গত শনিবার বেশ কয়েকজন মিলে রাজধানীর দারুস সালাম এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যা করেন৷ স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে কিছু যুবক ধারালো অস্ত্রসহ ওই এলাকায় ঘোরাঘুরি করছিল৷ তারা পথচারীদের ছিনতাই করত, বাসার দরজায় নক করত, নারীদের উত্ত্যক্ত করত এবং পুরো এলাকায় আতঙ্ক তৈরি করেছিল৷ ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে তিনজন ধারালো অস্ত্রধারী যুবক আবারও এলাকায় আসে৷ স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ঘিরে ফেলে৷ একপর্যায়ে গণপিটুনি দিলে দুই যুবকের মৃত্যু হয়৷ এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি৷

গত বছরের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়৷ নিহতের নাম তোফাজ্জল হোসেন৷ চোর সন্দেহে একদল ছাত্র তাকে দফায় দফায় মারধর করে৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানান৷

সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ধরে এনে মবের নামে গলায় জুতোর মালা পরানো হয়৷ ছড়িয়ে পড়া ভিডিওতে একজনকে নুরুল হুদার মুখে জুতা দিয়ে আঘাত করতে দেখা যায়৷

তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এগুলোকে মব বলতে রাজি নন৷ তার মতে, এগুলো জনরোষ৷ তার এমন বক্তব্য একধরনের ‘উসকানি' বলে সমাজিক মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন৷

মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে দেশে এমন ঘটনা ঘটতেই থাকবে৷ সরকার মুখে শক্ত কথা বললেও কার্যত এমন কোনো ব্যবস্থা নিতে পারেনি যে কারণে মানুষ ভয় পাবে৷ ফলে সরকারকে কার্যকর ব্যবস্থা নিয়ে দেখাতে হবে যে তারা এ ব্যাপারে মুখে নয়, কাজে শক্ত৷’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আরও ১৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেবে ইসি

গণবিজ্ঞপ্তিতে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের বিষয়ে দাবী-আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

৭ ঘণ্টা আগে

৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ!

এই কঠোর কর্মসূচির প্রভাবে সারা দেশের প্রায় ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।

৭ ঘণ্টা আগে

১৫ জেলায় নতুন ডিসি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক ধারাবাহিকতা ও মাঠপর্যায়ে কার্যক্রম ত্বরান্বিত করতে এই বদলি ও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

বিএনপির সঙ্গে কাজ করার আশ্বাস চব্বিশের শহীদ পরিবারের

শনিবার সন্ধ্যায় (৮ নভেম্বর) এসব পরিবারের সদস্যরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এমন আশ্বাস দেন।

১৮ ঘণ্টা আগে