প্রতিবেদক, রাজনীতি ডটকম
মিরপুরের রূপনগরের অগ্নিদগ্ধ রাসায়নিক গুদামের ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ধরেছে এবং গুদামে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যথাযথ যাচাই ছাড়া ওই ভবনে তল্লাশি চালানো কঠিন হবে বলে মনে করছেন সংস্থাটি।
বুধবার (১৫ অক্টোবর) ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে অগ্নিদগ্ধ রাসায়নিক গুদামটির সবশেষ পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এ কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রূপনগরের ওই রাসায়নিক গুদাম ও সংলগ্ন একটি পোশাক কারখানায় আগুন লাগে। পোশাক কারখানার আগুন গতকাল বিকেলের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে আজ বুধবার দুপুরে, প্রায় ২৮ ঘণ্টা পর। এর মধ্যে ওই পোশাক কারখানা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রাসায়নিক গুদামটির ভবন সম্পর্কে তথ্য জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনটি ক্ষতিগ্রস্ত (ড্যামেজ) হয়েছে। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশঙ্কা করছি। অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। কলামে ফাটল ধরেছে। এটি ঝুঁকিপূর্ণ ভবন। এগুলো যাচাই না করে সার্চ অপারেশন চালানো কঠিন হবে।
মঙ্গলবার ওই গুদাম সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা সম্ভব হয়নি বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস। তবে বুধবারের ব্রিফিংয়ে জানানো হয়েছে, গুদামটির নাম আলম এন্টারপ্রাইজ। এর কোনো অনুমোদন ছিল না। এর মূল দরজা তালাবদ্ধ ছিল। কাটার দিয়ে কেটে দরজাটি খুলতে হয়েছে।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, যেহেতু তালাবদ্ধ ছিল সেহেতু ধারণা করা হচ্ছে এখানে মানুষ ছিল না। তারপরেও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত বলা যাবে না যে ভেতরে মানুষ ছিল কি না। সার্চ অপারেশন চালাতে সময় লাগবে।
ভবনটিতে যে পরিমাণ রাসায়নিক পদার্থ আছে তা বের করে দিতে আরও দুই থেকে তিন দিন লেগে যেতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনের স্ট্রাকচারাল ইস্যুটি আগে দেখতে হবে। আমরা এখন প্রগ্রেসিভ ওয়েতে যতটাসম্ভব কেমিক্যাল ড্রেন আউট করছি। এটা করে কুলিং প্রসেস চালাচ্ছি। ক্যামিকেলের ড্রেন আউটের জন্য আরও সময় দরকার হবে। ৩৬ ঘণ্টাও লাগতে পারে, ৭২ ঘণ্টাও লেগে যেতে পারে।
গুদামে থাকা রাসায়নিক থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে জানিয়ে সবাইকে ভবনটি থেকে যথাসম্ভব দূরে থাকতে অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই পরিচালক।
তিনি বলেন, যে ছয়-সাত ধরনের রাসায়নিক ওই ভবনে ছিল তা থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। এই তেজস্ক্রিয়তা ৪০০ থেকে ৫০০ গজ পর্যন্ত থাকবে। তাই এখান থেকে দূরে চলে যাওয়াই শ্রেয়। এখানে না থাকাই ভালো। এই তেজস্ক্রিয়তার কারণে মানুষের শরীরে ক্ষতি হবে, কারণ এটি রক্তে মিশে যাচ্ছে। এ এলাকা এখন নিরাপদ নয়।
স্থানীয়দের বক্তব্য থেকেও ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার বক্তব্যের প্রমাণ মিলেছে। অগ্নিদগ্ধ পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আশপাশের কয়েকটি পোশাক কারখানা বুধবার সকালে খোলা হয়েছিল। তবে গুদাম থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ার কারণে পোশাক কারখানাগুলোর কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়। পরে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।
রূপনগর থানার শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে ওই রাসায়নিক গুদামটি ছিল টিনশেড ভবন। এর পাশে পোশাক কারখানাটি ছিল চার তলা, যার ছাদে টিনশেড আরও একটি তলা নির্মাণ করা হয়েছে। জানা গেছে, দুটি ভবনের কোনোটিতেই অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। এমনকি ভবন বা রাসায়নিক গুদাম—কোনোটিরই ফায়ার সেফটি প্ল্যান বা লাইসেন্স ছিল না।
মিরপুরের রূপনগরের অগ্নিদগ্ধ রাসায়নিক গুদামের ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ধরেছে এবং গুদামে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যথাযথ যাচাই ছাড়া ওই ভবনে তল্লাশি চালানো কঠিন হবে বলে মনে করছেন সংস্থাটি।
বুধবার (১৫ অক্টোবর) ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে অগ্নিদগ্ধ রাসায়নিক গুদামটির সবশেষ পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এ কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রূপনগরের ওই রাসায়নিক গুদাম ও সংলগ্ন একটি পোশাক কারখানায় আগুন লাগে। পোশাক কারখানার আগুন গতকাল বিকেলের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে আজ বুধবার দুপুরে, প্রায় ২৮ ঘণ্টা পর। এর মধ্যে ওই পোশাক কারখানা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রাসায়নিক গুদামটির ভবন সম্পর্কে তথ্য জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনটি ক্ষতিগ্রস্ত (ড্যামেজ) হয়েছে। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশঙ্কা করছি। অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। কলামে ফাটল ধরেছে। এটি ঝুঁকিপূর্ণ ভবন। এগুলো যাচাই না করে সার্চ অপারেশন চালানো কঠিন হবে।
মঙ্গলবার ওই গুদাম সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা সম্ভব হয়নি বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস। তবে বুধবারের ব্রিফিংয়ে জানানো হয়েছে, গুদামটির নাম আলম এন্টারপ্রাইজ। এর কোনো অনুমোদন ছিল না। এর মূল দরজা তালাবদ্ধ ছিল। কাটার দিয়ে কেটে দরজাটি খুলতে হয়েছে।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, যেহেতু তালাবদ্ধ ছিল সেহেতু ধারণা করা হচ্ছে এখানে মানুষ ছিল না। তারপরেও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত বলা যাবে না যে ভেতরে মানুষ ছিল কি না। সার্চ অপারেশন চালাতে সময় লাগবে।
ভবনটিতে যে পরিমাণ রাসায়নিক পদার্থ আছে তা বের করে দিতে আরও দুই থেকে তিন দিন লেগে যেতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনের স্ট্রাকচারাল ইস্যুটি আগে দেখতে হবে। আমরা এখন প্রগ্রেসিভ ওয়েতে যতটাসম্ভব কেমিক্যাল ড্রেন আউট করছি। এটা করে কুলিং প্রসেস চালাচ্ছি। ক্যামিকেলের ড্রেন আউটের জন্য আরও সময় দরকার হবে। ৩৬ ঘণ্টাও লাগতে পারে, ৭২ ঘণ্টাও লেগে যেতে পারে।
গুদামে থাকা রাসায়নিক থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে জানিয়ে সবাইকে ভবনটি থেকে যথাসম্ভব দূরে থাকতে অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই পরিচালক।
তিনি বলেন, যে ছয়-সাত ধরনের রাসায়নিক ওই ভবনে ছিল তা থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। এই তেজস্ক্রিয়তা ৪০০ থেকে ৫০০ গজ পর্যন্ত থাকবে। তাই এখান থেকে দূরে চলে যাওয়াই শ্রেয়। এখানে না থাকাই ভালো। এই তেজস্ক্রিয়তার কারণে মানুষের শরীরে ক্ষতি হবে, কারণ এটি রক্তে মিশে যাচ্ছে। এ এলাকা এখন নিরাপদ নয়।
স্থানীয়দের বক্তব্য থেকেও ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার বক্তব্যের প্রমাণ মিলেছে। অগ্নিদগ্ধ পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আশপাশের কয়েকটি পোশাক কারখানা বুধবার সকালে খোলা হয়েছিল। তবে গুদাম থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ার কারণে পোশাক কারখানাগুলোর কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়। পরে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।
রূপনগর থানার শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে ওই রাসায়নিক গুদামটি ছিল টিনশেড ভবন। এর পাশে পোশাক কারখানাটি ছিল চার তলা, যার ছাদে টিনশেড আরও একটি তলা নির্মাণ করা হয়েছে। জানা গেছে, দুটি ভবনের কোনোটিতেই অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। এমনকি ভবন বা রাসায়নিক গুদাম—কোনোটিরই ফায়ার সেফটি প্ল্যান বা লাইসেন্স ছিল না।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। সব মিলিয়ে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে।
৬ ঘণ্টা আগেঅন্যদিকে, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেএর বাইরে ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, বরিশাল বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৬২ জন, রংপুর বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন করে ভর্তি হয়েছেন।
৬ ঘণ্টা আগে