সুপ্রিম কোর্ট ও আশপাশে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: উইকিমিডিয়া কমন্স

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।

এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণার কথা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ রায় ঘিরে আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীও দিনটি ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। বিভিন্ন স্থান ও স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশনাও দিয়েছে। সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞাও তারই অংশ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভোটকেন্দ্র মেরামত, সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

২০ ঘণ্টা আগে

ঋণখেলাপির তালিকায় নাম, চেম্বার জজ আদালতে আবেদন মাহমুদুর রহমান মান্নার

ওইদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ঋণের একটা অংশ পরিশোধ করে হাইকোর্টে রিটটি করেছিলেন মি. মান্না। যাতে সিআইবি থেকে ওনাদের নাম প্রত্যাহার করা হয়। নাম প্রত্যাহার হলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি।

২০ ঘণ্টা আগে

সারা দেশে ২৭৮০ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, জমা ৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২১ ঘণ্টা আগে

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রায় ৯ লাখ নিবন্ধন

ওয়েবসাইটে দেখা গেছে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ৮ লাখ ১ হাজার ৪৩৫ জন ও নারী ৯১ হাজার ৭১৮ জন। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরব থেকে ১ লাখ ৭০ হাজার ৪৯০ জন নিবন্ধন করেছেন।

১ দিন আগে