সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন [১৬ ডিসেম্বর ১৯৫০ - ২৯ সেপ্টেম্বর ২০২৫]

আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। এক বছর আগে গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লে দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাবেক এই মন্ত্রীর। শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে এখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য সাবেক মন্ত্রী নূরুল মজিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের মাস দেড়েক পর গ্রেপ্তার হন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গত বছরের ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ২২ মিনিটে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

গত বছরের ২৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে। ফাইল ছবি
গত বছরের ২৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে। ফাইল ছবি

পরদিন ২৫ সেপ্টেম্বর র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, গুলমান থেকে সাবেক এই শিল্পমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন তারা। গত বছরের ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।

এরপর থেকেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ২৭ সেপ্টেম্বর সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৮৬ সালে। পরে ২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। ১০ম জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। একাদশের জাতীয় সংসদে গিয়ে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যুবদল নেতা কিবরিয়া হত্যায় দোষ স্বীকার করে জবানবন্দি এক আসামির

সোমবার সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পরা তিন ব্যক্তি ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে খুব কাছ থেকে গুলি করে চলে যায়।

১৪ ঘণ্টা আগে

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

১৬ ঘণ্টা আগে

শেখ হাসিনা-কামালকে ফেরাতে চিঠি প্রস্তুত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে চিঠি প্রস্তুত হচ্ছে। আজকেই পাঠানো হতে পারে। রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে না। শুধু নোট ভারবালের মাধ্যমে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ করা হবে।’

১৬ ঘণ্টা আগে

একদিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

১৬ ঘণ্টা আগে