প্রতিবেদক, রাজনীতি ডটকম
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফুফাতো ভাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের (শেখ সেলিম) বনানীর বাড়িতে মধ্যরাতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে গত আগস্টেই এই বাড়ি থেকে লুটপাট করে সবকিছু নিয়ে যাওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বনানী ওই বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সহাতা না পেয়ে তারা আগুন নেভাতে যেতে পারেনি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে শেখ সেলিমের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, আসবাবপত্র থেকে শুরু করে দরজা-জানালা পর্যন্ত কিছুই নেই ওই বাড়িতে। বিচ্ছিন্নভাবে কিছু কাজগপত্র এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। তৃতীয় তলার দুয়েকটি স্থানে ছোট ছোট আগুন জ্বলছে। তখনো ওই তলা থেকে ধোঁয়া বের হচ্ছিল।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের আরও অনেক নেতার মতো সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যে পরিবারের সদস্যসহ তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফুফাতো ভাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের (শেখ সেলিম) বনানীর বাড়িতে মধ্যরাতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে গত আগস্টেই এই বাড়ি থেকে লুটপাট করে সবকিছু নিয়ে যাওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বনানী ওই বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সহাতা না পেয়ে তারা আগুন নেভাতে যেতে পারেনি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে শেখ সেলিমের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, আসবাবপত্র থেকে শুরু করে দরজা-জানালা পর্যন্ত কিছুই নেই ওই বাড়িতে। বিচ্ছিন্নভাবে কিছু কাজগপত্র এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। তৃতীয় তলার দুয়েকটি স্থানে ছোট ছোট আগুন জ্বলছে। তখনো ওই তলা থেকে ধোঁয়া বের হচ্ছিল।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের আরও অনেক নেতার মতো সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যে পরিবারের সদস্যসহ তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।