মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত

আরও এক শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩৪

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জারিফ (১৩) নামের ওই শিক্ষার্থী মারা যায়।

জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিমান দুর্ঘটনায় তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ইনস্টিটিউটের আবাসিক অফিসার ডা. শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল শুক্রবার (২৫ জুলাই) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আয়মান (১০) ও মাকিন (১৩) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর মধ্যে আয়মানের শরীরের ৪৫ শতাংশ আর মাকিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।

এ পর্যন্ত নিহত ৩৪ জনের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৬ জনের মৃত্যু হলো।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন ৩৯ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটের আইসিউতে রয়েছেন চারজন।

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই শিশু। এছাড়াও মারা গেছেন ওই যুদ্ধবিমানের পাইলট, মাইলস্টোনের দুই শিক্ষক ও দুই শিক্ষার্থীর অভিভাবক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পিঠা উৎসবে কেউ আমন্ত্রিত ছিলেন না: হাবিবুল্লাহ বাহার কলেজ কর্তৃপক্ষ

অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম বলেন, অনুষ্ঠান ঠিকভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করেই এই নির্বাচনি এলাকার প্রার্থী দলবলসহ এখানে অনুপ্রবেশ করেন। তখন বিশৃঙ্খলা তৈরি হয়। এতে আমাদের মঞ্চের ক্ষতি হয়। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

১৪ ঘণ্টা আগে

ভোটের ২ সপ্তাহ আগে পদোন্নতি, অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার

১৪ ঘণ্টা আগে

সরকারের শেষ মুহূর্তে ‘ক্ষতিকর’ চুক্তির ‘গোপন তৎপরতা’ বিপজ্জনক: গণতান্ত্রিক অধিকার কমিটি

সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশে বলা হয়েছে, আন্তর্জাতিক চুক্তি সইয়ের আগে সংসদের উভয় কক্ষে আলোচনা করতে হবে। এ প্রস্তাবনা উল্লেখ করে অধিকার কমিটি প্রশ্ন রেখেছে— এখন দেশে সংসদ নেই, এ অবস্থায় কাদের সঙ্গে আলোচনা করে এরকম গুরুত্বপূর্ণ চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার?

১৫ ঘণ্টা আগে

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। লঞ্চ ও ইঞ্জিনচালিত বোটের (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) ওপর এ নিষেধাজ্ঞা থাকবে।

১৬ ঘণ্টা আগে