
বিবিসি বাংলা

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে বাংলাদেশের রাজনীতি ছিল ঘটনাবহুল। বছর শেষের ঠিক আগের দিন মারা যান তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, নির্বাচনের তফসিল ঘোষণা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনা ছিল বছর জুড়ে।
এছাড়া জুলাই সনদ ঘােষণা, শরিফ ওসমান হাদিকে গুলি ও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু এবং সেটি কেন্দ্র করে দেশের দুইটি সংবাদপত্র প্রথম আলাে ও ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগের বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়েছে।
সারা বছর আলোচনায় ছিল নির্বাচন, জুলাই সনদ, মব-ভায়োলেন্সের মতো বিষয়। চলুন জেনে নিই এই বছরের আলোচিত কিছু ঘটনা।
খালেদা জিয়ার মৃত্যু
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ৩০শে ডিসেম্বর ভােরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৪০ দিন যাবত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তিনদিনের রাষ্ট্রীয় শােক এবং একদিনের সাধারণ ছুটি ঘােষণা করেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুর সময় সেখানে তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জুবাইদা রহমান, নাতনী জাইমা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।
২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি, সেদিনই তিনি অসুস্থ হয়ে পড়েন।
তিনি হাসপাতালে ভর্তি হলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতারা মিসেস জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করেন।
সেসময় সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের সর্বস্তরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমেও তার সবশেষ অবস্থা নিয়ে নানা গুঞ্জন দেখা যায়।
একপর্যায়ে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে এসএসএফের নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
এক পর্যায়ে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে আলোচনা ও তৎপরতা শুরু হয়। তখন তাকে অ্যাম্বুলেন্সে করে লন্ডন পাঠানোর কথাও জানানো হয়, ঠিক করা হয় দিনক্ষণও।
এরপর পাঁচই ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন তার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শেষপর্যন্ত তাকে দেশে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
তার এই শারীরিক অবস্থায় মাকে দেখতে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কী না তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এরমধ্যে দেশে ফেরার বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে ফেসবুকে স্ট্যাটাস দেন তারেক রহমান। সেটি নিয়েও তৈরি হয় নানা আলোচনা ও প্রশ্ন।
সবশেষ গত ২৫শে ডিসেম্বর ১৭ বছরের বেশি সময় পরে দেশে ফেরেন তারেক রহমান।
ধানমন্ডি ৩২ ভাঙ্গা
গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানমন্ডি ৩২ নাম্বারে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ক্ষমতাচ্যুত হবার ছয় মাস পর ছাত্র সমাজের উদ্দেশে শেখ হাসিনা ভাষণ দেবেন– এমন খবর আসার পর জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নাম্বারের ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করেও সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেয়া হয়।
তবে ভাষণের আগেই ৫ই ফেব্রুয়ারি, রাতে সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়।
ভবনটি থেকে সেসময় অবকাঠামোর বিভিন্ন জিনিস লুটের ঘটনাও ঘটে। এই ভাঙচুর পরদিনও চলে এবং এক্সকাভেটরও ব্যবহার করা হয়।
এ ধরনের ঘটনা উসকে দেয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করা হয় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করেন কেউ কেউ।
এনসিপির আত্মপ্রকাশ
বছরের দ্বিতীয় মাসেই আত্মপ্রকাশ করে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক দল- জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করবেন, এমন আলোচনা ছিল।
প্রথম দিকে রাজনৈতিক দলগঠনের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও শেষ পর্যন্ত বেশ ঘটা করেই আত্মপ্রকাশ করে এনসিপি।
দলটির নেতৃত্ব দেওয়ার জন্য জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকেও পদত্যাগ করেন।
২৮শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হন আখতার হোসেন।
বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব
এ বছরের ১৩ই মার্চ চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।
সফরের দ্বিতীয় দিন তার 'রামাদান সলিডারিটি' ক্যাম্পেইনের অংশ হিসেবে একদিন রোজা রাখেন তিনি এবং প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে উখিয়াতে ইফতার করেন।
ইউনূস-তারেক বৈঠক
চলতি বছরের ১৩ই জুনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ছিল বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা।
ওই বৈঠকের পরই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে দেওয়া যৌথ বিৃবতিতে এ বিষয়ে জানানো হয়।
সেক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।
সেসময় বলা হয়েছিল, বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে।
বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটিও উঠে আসে বলে জানানাে হয় সংবাদ সম্মেলনে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন। সুতরাং এটার সিদ্ধান্ত উনিই নেবেন সময় মতো"।
যদিও এই বৈঠক নিয়ে সেসময় অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল।
গোপালগঞ্জে এনসিপি কর্মসূচি ঘিরে সংঘর্ষ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচি ঘিরে হামলা, সংঘর্ষে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটে।
দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে এনসিপির নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে ১৬ই জুলাই সমাবেশ করতে গিয়ে একপর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়ে।
এনসিপির এই পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জে যাওয়ার আগে নাম পরিবর্তন করে 'মার্চ টু গোপালগঞ্জ' করা হয়, তখন থেকেই কর্মসূচি ঘিরে শঙ্কা ও উত্তেজনা বাড়তে থাকে।
পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষের পর প্রথমে শহরে ১৪৪ ধারা এবং পরে কারফিউ জারি করা হয়।
এনসিপি'র কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়।
গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে অন্তর্বতী সরকারের তরফ থেকে এই বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে আরো বলা হয়, গণ অভ্যুত্থান আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ
জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন, তাদের জাতীয় বীর এবং আন্দোলনকারী ছাত্র-জনতা পাবে আইনি সুরক্ষা- এমন বিধান রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আনুষ্ঠানিকভাবে পাঁচই অগাস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান মঞ্চ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।
ঘোষণাপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই ভূখণ্ডের মানুষের সংগ্রামের নানা ধাপ তুলে ধরা হয়। এছাড়া আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের বিষয়গুলোও উঠে আসে।
যদিও জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং এতে কী কী থাকবে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতপার্থক্য তৈরি হতে দেখা যায়।
শেষ পর্যন্ত বেশ কিছু বিষয় অমীমাংসিত রেখেই পাঁচই অগাস্ট জুলাই ঘোষণাপত্র স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো।
এরপর রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফায় আলোচনার পর ১৭ই অক্টোবর জুলাই সনদ ঘোষণা করা হয়।
সেই সনদ বাস্তবায়নে যেসব সুপারিশ করেছিল জাতীয় ঐকমত্য কমিশন, তা বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের তীব্র সমালোচনার মুখে পড়ে। এমনকি এনসিপিসহ কয়েকটি দল ওই সনদে স্বাক্ষর করা থেকে বিরত ছিল।
দলগুলো অভিযোগ করে যে সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে এবং বিভিন্ন সুপারিশে দলগুলোর যে বক্তব্য নোট অব ডিসেন্ট হিসেবে থাকার কথা সেগুলো রাখা হয়নি। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় জুলাই সনদে থাকা সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে গণভোট কখন হবে তা নিয়ে।
এ নিয়ে রাজনৈতিক বিতর্ক জোরালো ওঠে। যদিও পরবর্তীতে সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে ও জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদ ইস্যুতে গণভোট গ্রহণের সিদ্ধান্তের কথা জানায়।
উত্তরায় বিমান বিধ্বস্ত
চলতি বছরের অন্যতম মর্মান্তিক ঘটনা ছিল ২০২৫ সালের ২১শে জুলাইয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা।
ওই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ ৩৬ জন নিহত এবং প্রায় দেড় শতাধিক আহত হয়।
নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু।
এতোগুলো শিশুর প্রাণহানির ঘটনায় সারাদেশের মানুষ শোকাচ্ছন্ন হয়ে পড়ে।
বিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক মানুষ আহত হন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।
তাদের মধ্যে অগ্নিদগ্ধ অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।
এ ঘটনার ২২শে জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বিমান বন্দরে আগুন
এই বছরের ১৮ই অক্টোবরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় বাংলাদেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে।
প্রায় ২৭ ঘণ্টা ধরে সেই আগুন জ্বলেছে। আগুন নেভাতে কাজ করতে হয়েছে ৩৭টি ইউনিটকে। ভয়াবহ এই আগুনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা অন্য বিমানবন্দরে অবতরণও করাতে হয়েছে।
শনিবার বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে লাগা আগুনে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ আমদানিকারকদের পণ্য সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার আমদানি পণ্য পুড়ে গেছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আগুন কোনো নাশকতার অংশ কি না তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
শেখ হাসিনার রায়
এই বছরের ১৭ই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে মােট তিনজনের বিরুদ্ধে রায় দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা।
হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে।
অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।
একইসাথে তারা বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে।
এছাড়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুই জনের অনুপস্থিতিতে বিচারের 'নজীরবিহীন গতি' এবং রায় এই মামলার ন্যায়বিচারের ক্ষেত্রে 'উল্লেখযোগ্য উদ্বেগ' তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে।
এই রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন ও শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা দেয়।
এ সময়কালে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নির্বাচনের তফসিল ঘোষণা
বছর জুড়ে আলোচিত বিষয় ছিল নির্বাচন। নির্বাচনের সময় নিয়েও ছিল নানা আলোচনা ও রাজনৈতিক বিতর্ক।
১১ই ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তিনি জানান, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচন হবে কি, হবে না, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেসব বিতর্ক চলছিল এর মধ্যদিয়ে তার অবসান ঘটে।
শরিফ ওসমান হাদিকে গুলি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।
তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য প্রার্থীর উপর এমন হামলা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মাথায় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলে ও পরে এভারকেয়ার হাসপাতাল এবং সর্বশেষ সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়, এবং বাংলাদেশের দুইটি প্রভাবশালী দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা ঘটে।
হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক জনসমাগম হয় এবং বিপুল মানুষ তার জানাজায় অংশ নেয়।
তারেক রহমানের দেশে ফেরা
১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে চলতি বছরের ২৫শে ডিসেম্বর সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার ৩০০ ফিটের সংবর্ধনাস্থল পর্যন্ত জমায়েত হন বিএনপির বিপুল নেতা-কর্মী-সমর্থক।
ঢাকায় ফিরে পূর্বাচল তিনশাে ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান।
সেখানে তিনি বলেন, "দেশের জন্য তার একটি 'পরিকল্পনা' আছে।" তবে, দলের নেতাকর্মীদের তিনি সতর্ক করে বলেন, "যেকোনো মূল্যে উসকানির মুখে শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই"।
তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
২০০৭ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন এবং ২০০৮ সালে জামিন পাওয়ার পর চিকিৎসার জন্য লন্ডন চলে গিয়েছিলেন।
মব ভায়োলেন্স, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতন
এসব ঘটনার পাশাপাশি বছরের নানা সময়ে দেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলা, মব ভায়োলেন্স এবং ধর্ষণের বেশ কিছু ঘটনা আলোচনায় উঠে এসেছে।
এর মধ্যে মাগুরায় বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে শিশুর মৃত্যু, কুমিল্লায় এক নারীর শ্লীলতাহানির ভিডিও ছড়িয়ে দেয়া এবং ময়মনসিংহে এক বাউলকে হেনস্তার ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ১০ মাসে মব সহিংসতা ও গণপিটুনির ২৫৬টি ঘটনায় কমপক্ষে ১৪০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো, ২০২৪ সালের ৪ঠা অগাস্টের পর থেকে পরবর্তী ৫ মাসেই সারাদেশের ৪০টি মাজারে (মাজার/সুফি কবরস্থান, দরগা) ৪৪ বার হামলা চালানোর অভিযোগ পেয়েছিলো পুলিশ।
এসব হামলায় মাজার বা দরগায় ভাঙচুর, মাজারের সম্পত্তি লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় স্থাপনাগুলোর (মাজার ও দরগাহ) নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে মনে করছে মানবাধিকার সংগঠকরা।

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে বাংলাদেশের রাজনীতি ছিল ঘটনাবহুল। বছর শেষের ঠিক আগের দিন মারা যান তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, নির্বাচনের তফসিল ঘোষণা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনা ছিল বছর জুড়ে।
এছাড়া জুলাই সনদ ঘােষণা, শরিফ ওসমান হাদিকে গুলি ও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু এবং সেটি কেন্দ্র করে দেশের দুইটি সংবাদপত্র প্রথম আলাে ও ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগের বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়েছে।
সারা বছর আলোচনায় ছিল নির্বাচন, জুলাই সনদ, মব-ভায়োলেন্সের মতো বিষয়। চলুন জেনে নিই এই বছরের আলোচিত কিছু ঘটনা।
খালেদা জিয়ার মৃত্যু
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ৩০শে ডিসেম্বর ভােরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৪০ দিন যাবত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তিনদিনের রাষ্ট্রীয় শােক এবং একদিনের সাধারণ ছুটি ঘােষণা করেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুর সময় সেখানে তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জুবাইদা রহমান, নাতনী জাইমা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।
২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি, সেদিনই তিনি অসুস্থ হয়ে পড়েন।
তিনি হাসপাতালে ভর্তি হলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতারা মিসেস জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করেন।
সেসময় সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের সর্বস্তরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমেও তার সবশেষ অবস্থা নিয়ে নানা গুঞ্জন দেখা যায়।
একপর্যায়ে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে এসএসএফের নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
এক পর্যায়ে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে আলোচনা ও তৎপরতা শুরু হয়। তখন তাকে অ্যাম্বুলেন্সে করে লন্ডন পাঠানোর কথাও জানানো হয়, ঠিক করা হয় দিনক্ষণও।
এরপর পাঁচই ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন তার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শেষপর্যন্ত তাকে দেশে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
তার এই শারীরিক অবস্থায় মাকে দেখতে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কী না তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এরমধ্যে দেশে ফেরার বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে ফেসবুকে স্ট্যাটাস দেন তারেক রহমান। সেটি নিয়েও তৈরি হয় নানা আলোচনা ও প্রশ্ন।
সবশেষ গত ২৫শে ডিসেম্বর ১৭ বছরের বেশি সময় পরে দেশে ফেরেন তারেক রহমান।
ধানমন্ডি ৩২ ভাঙ্গা
গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানমন্ডি ৩২ নাম্বারে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ক্ষমতাচ্যুত হবার ছয় মাস পর ছাত্র সমাজের উদ্দেশে শেখ হাসিনা ভাষণ দেবেন– এমন খবর আসার পর জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নাম্বারের ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করেও সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেয়া হয়।
তবে ভাষণের আগেই ৫ই ফেব্রুয়ারি, রাতে সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়।
ভবনটি থেকে সেসময় অবকাঠামোর বিভিন্ন জিনিস লুটের ঘটনাও ঘটে। এই ভাঙচুর পরদিনও চলে এবং এক্সকাভেটরও ব্যবহার করা হয়।
এ ধরনের ঘটনা উসকে দেয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করা হয় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করেন কেউ কেউ।
এনসিপির আত্মপ্রকাশ
বছরের দ্বিতীয় মাসেই আত্মপ্রকাশ করে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক দল- জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করবেন, এমন আলোচনা ছিল।
প্রথম দিকে রাজনৈতিক দলগঠনের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও শেষ পর্যন্ত বেশ ঘটা করেই আত্মপ্রকাশ করে এনসিপি।
দলটির নেতৃত্ব দেওয়ার জন্য জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকেও পদত্যাগ করেন।
২৮শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হন আখতার হোসেন।
বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব
এ বছরের ১৩ই মার্চ চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।
সফরের দ্বিতীয় দিন তার 'রামাদান সলিডারিটি' ক্যাম্পেইনের অংশ হিসেবে একদিন রোজা রাখেন তিনি এবং প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে উখিয়াতে ইফতার করেন।
ইউনূস-তারেক বৈঠক
চলতি বছরের ১৩ই জুনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ছিল বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা।
ওই বৈঠকের পরই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে দেওয়া যৌথ বিৃবতিতে এ বিষয়ে জানানো হয়।
সেক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।
সেসময় বলা হয়েছিল, বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে।
বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটিও উঠে আসে বলে জানানাে হয় সংবাদ সম্মেলনে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন। সুতরাং এটার সিদ্ধান্ত উনিই নেবেন সময় মতো"।
যদিও এই বৈঠক নিয়ে সেসময় অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল।
গোপালগঞ্জে এনসিপি কর্মসূচি ঘিরে সংঘর্ষ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচি ঘিরে হামলা, সংঘর্ষে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটে।
দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে এনসিপির নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে ১৬ই জুলাই সমাবেশ করতে গিয়ে একপর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়ে।
এনসিপির এই পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জে যাওয়ার আগে নাম পরিবর্তন করে 'মার্চ টু গোপালগঞ্জ' করা হয়, তখন থেকেই কর্মসূচি ঘিরে শঙ্কা ও উত্তেজনা বাড়তে থাকে।
পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষের পর প্রথমে শহরে ১৪৪ ধারা এবং পরে কারফিউ জারি করা হয়।
এনসিপি'র কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়।
গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে অন্তর্বতী সরকারের তরফ থেকে এই বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে আরো বলা হয়, গণ অভ্যুত্থান আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ
জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন, তাদের জাতীয় বীর এবং আন্দোলনকারী ছাত্র-জনতা পাবে আইনি সুরক্ষা- এমন বিধান রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আনুষ্ঠানিকভাবে পাঁচই অগাস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান মঞ্চ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।
ঘোষণাপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই ভূখণ্ডের মানুষের সংগ্রামের নানা ধাপ তুলে ধরা হয়। এছাড়া আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের বিষয়গুলোও উঠে আসে।
যদিও জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং এতে কী কী থাকবে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতপার্থক্য তৈরি হতে দেখা যায়।
শেষ পর্যন্ত বেশ কিছু বিষয় অমীমাংসিত রেখেই পাঁচই অগাস্ট জুলাই ঘোষণাপত্র স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো।
এরপর রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফায় আলোচনার পর ১৭ই অক্টোবর জুলাই সনদ ঘোষণা করা হয়।
সেই সনদ বাস্তবায়নে যেসব সুপারিশ করেছিল জাতীয় ঐকমত্য কমিশন, তা বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের তীব্র সমালোচনার মুখে পড়ে। এমনকি এনসিপিসহ কয়েকটি দল ওই সনদে স্বাক্ষর করা থেকে বিরত ছিল।
দলগুলো অভিযোগ করে যে সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে এবং বিভিন্ন সুপারিশে দলগুলোর যে বক্তব্য নোট অব ডিসেন্ট হিসেবে থাকার কথা সেগুলো রাখা হয়নি। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় জুলাই সনদে থাকা সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে গণভোট কখন হবে তা নিয়ে।
এ নিয়ে রাজনৈতিক বিতর্ক জোরালো ওঠে। যদিও পরবর্তীতে সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে ও জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদ ইস্যুতে গণভোট গ্রহণের সিদ্ধান্তের কথা জানায়।
উত্তরায় বিমান বিধ্বস্ত
চলতি বছরের অন্যতম মর্মান্তিক ঘটনা ছিল ২০২৫ সালের ২১শে জুলাইয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা।
ওই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ ৩৬ জন নিহত এবং প্রায় দেড় শতাধিক আহত হয়।
নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু।
এতোগুলো শিশুর প্রাণহানির ঘটনায় সারাদেশের মানুষ শোকাচ্ছন্ন হয়ে পড়ে।
বিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক মানুষ আহত হন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।
তাদের মধ্যে অগ্নিদগ্ধ অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।
এ ঘটনার ২২শে জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বিমান বন্দরে আগুন
এই বছরের ১৮ই অক্টোবরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় বাংলাদেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে।
প্রায় ২৭ ঘণ্টা ধরে সেই আগুন জ্বলেছে। আগুন নেভাতে কাজ করতে হয়েছে ৩৭টি ইউনিটকে। ভয়াবহ এই আগুনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা অন্য বিমানবন্দরে অবতরণও করাতে হয়েছে।
শনিবার বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে লাগা আগুনে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ আমদানিকারকদের পণ্য সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার আমদানি পণ্য পুড়ে গেছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আগুন কোনো নাশকতার অংশ কি না তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
শেখ হাসিনার রায়
এই বছরের ১৭ই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে মােট তিনজনের বিরুদ্ধে রায় দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা।
হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে।
অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।
একইসাথে তারা বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে।
এছাড়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুই জনের অনুপস্থিতিতে বিচারের 'নজীরবিহীন গতি' এবং রায় এই মামলার ন্যায়বিচারের ক্ষেত্রে 'উল্লেখযোগ্য উদ্বেগ' তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে।
এই রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন ও শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা দেয়।
এ সময়কালে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নির্বাচনের তফসিল ঘোষণা
বছর জুড়ে আলোচিত বিষয় ছিল নির্বাচন। নির্বাচনের সময় নিয়েও ছিল নানা আলোচনা ও রাজনৈতিক বিতর্ক।
১১ই ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তিনি জানান, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচন হবে কি, হবে না, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেসব বিতর্ক চলছিল এর মধ্যদিয়ে তার অবসান ঘটে।
শরিফ ওসমান হাদিকে গুলি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।
তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য প্রার্থীর উপর এমন হামলা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মাথায় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলে ও পরে এভারকেয়ার হাসপাতাল এবং সর্বশেষ সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়, এবং বাংলাদেশের দুইটি প্রভাবশালী দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা ঘটে।
হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক জনসমাগম হয় এবং বিপুল মানুষ তার জানাজায় অংশ নেয়।
তারেক রহমানের দেশে ফেরা
১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে চলতি বছরের ২৫শে ডিসেম্বর সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার ৩০০ ফিটের সংবর্ধনাস্থল পর্যন্ত জমায়েত হন বিএনপির বিপুল নেতা-কর্মী-সমর্থক।
ঢাকায় ফিরে পূর্বাচল তিনশাে ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান।
সেখানে তিনি বলেন, "দেশের জন্য তার একটি 'পরিকল্পনা' আছে।" তবে, দলের নেতাকর্মীদের তিনি সতর্ক করে বলেন, "যেকোনো মূল্যে উসকানির মুখে শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই"।
তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
২০০৭ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন এবং ২০০৮ সালে জামিন পাওয়ার পর চিকিৎসার জন্য লন্ডন চলে গিয়েছিলেন।
মব ভায়োলেন্স, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতন
এসব ঘটনার পাশাপাশি বছরের নানা সময়ে দেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলা, মব ভায়োলেন্স এবং ধর্ষণের বেশ কিছু ঘটনা আলোচনায় উঠে এসেছে।
এর মধ্যে মাগুরায় বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে শিশুর মৃত্যু, কুমিল্লায় এক নারীর শ্লীলতাহানির ভিডিও ছড়িয়ে দেয়া এবং ময়মনসিংহে এক বাউলকে হেনস্তার ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ১০ মাসে মব সহিংসতা ও গণপিটুনির ২৫৬টি ঘটনায় কমপক্ষে ১৪০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো, ২০২৪ সালের ৪ঠা অগাস্টের পর থেকে পরবর্তী ৫ মাসেই সারাদেশের ৪০টি মাজারে (মাজার/সুফি কবরস্থান, দরগা) ৪৪ বার হামলা চালানোর অভিযোগ পেয়েছিলো পুলিশ।
এসব হামলায় মাজার বা দরগায় ভাঙচুর, মাজারের সম্পত্তি লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় স্থাপনাগুলোর (মাজার ও দরগাহ) নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে মনে করছে মানবাধিকার সংগঠকরা।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা গত রাতে ঢাকা এসে পৌঁছেছেন।
২ ঘণ্টা আগে
বাদ জোহর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন এই কিংবদন্তি নেত্রী।
২ ঘণ্টা আগে