ডাকসুর ভোট ৯ সেপ্টেম্বর

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৭: ১২
ডাকসু ভবন। ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী, এই নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী ৯ সেপ্টেম্বর। ১২ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে, গ্রহণ করা হবে ১৯ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

DUCSY-Election-Sceduled-Declared-On-Tuesday-29-07-2025

মঙ্গলবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: রাজনীতি ডটকম

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার (৩০ জুলাই) ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

পরদিন ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত। ২০ আগস্ট মনোনয়ন বাছাইয়ের পর ২১ আগস্ট দুপুর ১টায় প্রার্থীদেএ তালিকা প্রকাশ করা হবে।

ডাকসু নির্বাচনে বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন ২৬ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দুই সপ্তাহ প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে ভোট নেওয়া হবে। সেদিনই ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রে হল সংসদ ও নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে কেন্দ্রীয়ভাবে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ১৯৯০ সালে ডাকসু নির্বাচনের পর প্রায় তিন দশক আর এই নির্বাচন আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ২০১৮ সালে কোটা আন্দোলনের পর ২০১৯ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বচনে ভিপি নির্বাচিত হন কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুরুল হক নুর। ছয় বছর বিরতির পর ফের নির্বাচন হতে যাচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই’

নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

৩ ঘণ্টা আগে

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

সকালে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধিদল আসে ইসিতে। এ প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচনি প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা, নতুন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে।

৩ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, অধ্যাদেশ জারি

এই অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আইনি সুযোগ বন্ধ হয়ে গেল।

৩ ঘণ্টা আগে

মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার

বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে।

৪ ঘণ্টা আগে