২ সন্তানকে নিয়ে মোটরসাইকেলে দম্পতি, সড়কে প্রাণ গেল স্ত্রী-পুত্রের

সাতক্ষীরা প্রতিনিধি
শুক্রবার দুপুরে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের কুমিরার কদমতলা মোড়ে দুর্ঘটনায় নিহত হন মা-ছেলে। ছবি: সংগৃহীত

ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন অমিত সাধু। পথে অজ্ঞাত এক যানবাহন ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে সড়কে। দুর্ঘটনাস্থলেই ওই যানবাহনের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অমিতের স্ত্রী রিতা সাধু ও তিন বছর বয়সী শিশুপুত্র সৌরভ সাধু।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের কুমিরার কদমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অমিত সাধু ও পাঁচ বছর বয়সী মেয়েটি সুস্থ আছে।

অমিত খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের বাসিন্দা। দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার।

জানা যায়, অমিত সাধু তার স্ত্রী রিতা ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যশোরের কেশবপুরে বেড়াতে যাচ্ছিলেন। পথে কুমিরার কদমতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি যানবাহন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় পড়ে যান। ওই যানবাহনের চাপায় তৎক্ষণাৎ রিতা ও সৌরভের মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেলকে চাপা দেওয়া যানবাহনটির সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ বলেন, অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবহনটিকে আটকানো যায়নি। রাস্তা ফাঁকা থাকায় সেটি দ্রুত পালিয়ে গেছে।

কোন পরিবহন এ দুর্ঘটনা ঘটিয়েছে, সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান পুলিশ পরিদর্শক সঞ্জয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের আহ্বান ড. ইউনূসের

এই তহবিল স্বাস্থ্যসেবা ও উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে বলে জানান তিনি। বৈঠকে গভীর সমুদ্র মৎস্য আহরণ, ফল রপ্তানি বৃদ্ধি এবং জলবায়ু-সহনশীল কৃষি নিয়েও আলোচনা হয়।

৫ ঘণ্টা আগে

ডেকো ফুডসে নিয়োগ, পদসংখ্যা ২৯

১৬ ঘণ্টা আগে

কেয়ার বাংলাদেশে কাজের সুযোগ, বেতন এক লাখ ৯৫ হাজার টাকা

১৬ ঘণ্টা আগে

রোমে প্রধান উপদেষ্টা, যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড ফোরামে

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়েছে, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক রোমের ফিউমিসিনো বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টাকে।

১৭ ঘণ্টা আগে