
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপিঘোষিত প্রার্থী অধ্যাপক শাজাহান মিয়ার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী। এ আসনে তিনিও বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার একটি রিসোর্টে সংবাদ সম্মেলনে তিনি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার করার কথা বলেন।
বেলাল-ই-বাকী ইদ্রিশী বলেন, বিএনপি একটি বড় দল। এই দল থেকে অনেকেই মনোনয়ন চেয়েছিল। এটিই গণতন্ত্রের বৈশিষ্ট্য। দল যাকে মনোনয়ন দিয়েছে, আমি তার পাশে থাকব। আমার সব অনুসারীও তার পাশে থাকবেন।
বিএনপির মনোনয়নবঞ্চিত এই নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারনের কাছে পৌঁছে দিতে ও বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি। বিগত দিনের মতো আগামীতেও একই কাজ আমরা চলমান রাখব।
এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল মনোনীত প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়াকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপিঘোষিত প্রার্থী অধ্যাপক শাজাহান মিয়ার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী। এ আসনে তিনিও বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার একটি রিসোর্টে সংবাদ সম্মেলনে তিনি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার করার কথা বলেন।
বেলাল-ই-বাকী ইদ্রিশী বলেন, বিএনপি একটি বড় দল। এই দল থেকে অনেকেই মনোনয়ন চেয়েছিল। এটিই গণতন্ত্রের বৈশিষ্ট্য। দল যাকে মনোনয়ন দিয়েছে, আমি তার পাশে থাকব। আমার সব অনুসারীও তার পাশে থাকবেন।
বিএনপির মনোনয়নবঞ্চিত এই নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারনের কাছে পৌঁছে দিতে ও বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি। বিগত দিনের মতো আগামীতেও একই কাজ আমরা চলমান রাখব।
এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল মনোনীত প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়াকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

স্থানীয়রা বলছিলেন, আবদুল খালেক ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ভোটের মাঠে থেকে গেলে জোনায়েদ সাকির জন্য নির্বাচন কঠিন হয়ে দাঁড়াবে। সবশেষ তথ্য বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন আবদুল খালেক।
১ দিন আগে
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
২ দিন আগে
লালমনিরহাট-১৫ বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে দইখাওয়া বিওপির একটি টহলদল সীমান্তে হঠাৎ গুলির শব্দ শোনতে পায়। পরে সীমান্ত পিলার ৯০২-এর কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় রনি মিয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২ দিন আগে
আহতদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে সৈয়দ সাইদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
২ দিন আগে