বিএনপি'র মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন মতি

মু. আ. মোতালিব, তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৬: ৫৪
মতিয়ার রহমান তালুকদার মতি

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় মতিয়ার রহমান তালুকদার মতি । যিনি অতীতে জাতীয় পার্টি ও বিএনপি উভয় দল থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পার্টির আমলে জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। হেভিওয়েট এই প্রার্থী ২০০১ সালের নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দল থেকে পুনর্বিবেচনার পরেও যদি দলীয় মনোনয়ন না পান, তবুও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসন্ন নির্বাচন নিয়ে তিনি এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্বাস দিয়েছেন বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে মনোনয়ন প্রক্রিয়া পূনঃ বিবেচনা করা হবে এবং সেখানে যোগ্যপ্রার্থীকে মনোনীত করা হবে।

দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে বরগুনা-১ আসনের মনোনয়ন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

শেষ পর্যন্ত তিনি কি দলীয় মনোনয়ন পাবেন, নাকি তার স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্তই বহাল থাকবে—এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

মতিয়ার রহমান তালুকদার জানান, তিনি নির্বাচনী তফসিল ঘোষণার শেষ মুহূর্ত পর্যন্ত দলের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা আসার অপেক্ষায় থাকবেন। এর মধ্যেই অন্যান্য দল—যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী—থেকে মনোনয়ন লাভের জন্য লবিং প্রক্রিয়া চালিয়ে যাবেন।

আরও বলেন, ‘তফসিল ঘোষণার সময়ও যদি বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হই, তবুও আমি নির্বাচন করব—হয় অন্য কোনো দলের মনোনয়ন নিয়ে, নয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আমার নিজ আসন পুনরুদ্ধারের চেষ্টা আমি কোনোভাবেই থামাব না।’

তিনি জানান ১৯৮৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমতলী ও তালতলী এ দুটি উপজেলাকে তিনি নিজের মতো করে সাজিয়েছেন। তাই এ আসনের আমতলী ও তালতলী উপজেলার সাধারণ জনগণ তার দিকে তাকিয়ে রয়েছে। বরগুনার চেয়ে এ দুটি উপজেলায় ভোটারের সংখ্যা অনেক বেশি। তার দাবি এ দুটি উপজেলার সাধারণ জনগণ তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

দেশে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন সময়ে তৎকালীন বরগুনা-৩ (আমতলী ও তালতলী) আসনে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মতিয়ার রহমান তালুকদার।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে এদেশের ক্ষমতায় আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সময় তৎকালীন বরগুনা-৩ (আমতলী ও তালতলী) আসনে জাতীয় পার্টির মতিয়ার রহমান তালুকদার অল্প ভোটে হেরে গেলে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবুর রহমান তালুকদার।

২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান তালুকদার মনোনয়ন পেয়ে আমতলীতে নির্বাচনী জনসভার মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নির্বাচনী মঞ্চে একজন সংসদ সদস্যের মৃত্যুর কাহিনীতে আমতলী ও তালতলীর সর্বত্র মঙ্গল ও অমঙ্গল নিয়ে এলাকায় আনাচে-কানাচে বেশ কয়েকদিন ছিল আলোচনার ঝড়। পরে এ আসনে তাৎক্ষণিকভাবে মনোনয়ন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি নির্বাচিত হন।

এ সময় শেখ হাসিনার সাথে নির্বাচনী লড়াই করেন জাতীয় পার্টি থেকে মতিয়ার রহমান তালুকদার। সাড়ে তিন হাজার ভোটের ব্যবধানে শেখ হাসিনার সাথে মতি তালুকদার হেরে গেলেও তখন আলোচনার তুঙ্গে উঠেছেন তিনি।

২০০১ সালের এ নির্বাচনে জামায়াতসহ ১৪ দলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেন। ওই নির্বাচনে শেখ হাসিনা ৩টি আসন থেকে নির্বাচিত হলে বরগুনা-৩ (আমতলী ও তালতলী) আসনটি ছেড়ে দেন।

সরকার গঠনের পর ৩ মাসের মধ্যে এ আসনে দেওয়া হয় উপ-নির্বাচন। এ উপ-নির্বাচনে মতিয়ার রহমান তালুকদার খশি পাল্টিয়ে আসেন বিএনপি'র মনোনয়ন নিয়ে তিনি বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এ দীর্ঘ ক্ষমতাকালীন সময়ে তিনি আমতলী ও তালতলীকে নিজের মত সাজিয়েছিলেন।

পরবর্তীতে আওয়ামীলীগ ক্ষমতায় এসে বরগুনার ৩টি আসনকে ভেঙ্গে করেন ২টি আসন। বর্তমানে বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৮৭৪ জন। এর মধ্যে আমতলী উপজেলার ভোটার ১ লাখ ৯৮ হাজার ৪০৮ জন এবং তালতলীতে ৯৩ হাজার ৭২৫ জন। দুই উপজেলা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৩৩, যা বরগুনা সদর উপজেলার চেয়ে ২৬ হাজারেরও বেশি।

স্থানীয় বিশ্লেষকদের মতে, বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিলে বরগুনা-১ আসনে বিএনপির জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। দলীয় ঐক্য বজায় না থাকলে এ আসন পুনরুদ্ধার করা কঠিন হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

উত্তরায় অগ্নিকাণ্ডে নিহতদের তিনজনই ঈশ্বরগঞ্জের

নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, হারিছ উদ্দিন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে হারিছ উদ্দিনের স্ত্রী ও দুই ছেলে এবং শহীদুল ইসলামের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে উত্তরার একটি ভাড়া বাসায় থাকতেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি ) সকালে তাদের ভাড়া বা

৬ ঘণ্টা আগে

গণভোটের প্রচারে গিয়ে অফিসে অনুপস্থিত, সমাজসেবা কর্মকর্তাকে শোকজ

তবে গণভোটের প্রচারে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাকে শোকজ করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ শোকজ নোটিশ জারি করেন।

৬ ঘণ্টা আগে

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন— জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৬২) ও খোরশেদ আলম (৩৫)। সংঘর্ষে আহত হয়েছেন— খোরশেদ আলমের স্বজন মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।

৮ ঘণ্টা আগে

মুরাদনগরে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করল র‍্যাব

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

৯ ঘণ্টা আগে