তফসিল ঘোষণা

রাকসু নির্বাচন ১৫ সেপ্টেম্বর

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭: ৫৯

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন।

তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিনই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

তফসিলে আরও বলা হয়, নির্বাচন আচরণবিধি প্রকাশ করা হবে ৩১ জুলাই। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ আগস্ট। এরপর ৭ আগস্ট আপত্তি গ্রহণ এবং ১০ থেকে ১২ আগস্ট তা নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ আগস্ট।

মনোনয়নপত্র বিতরণ চলবে ১৭ থেকে ১৯ আগস্ট। দাখিল করা যাবে ২১ থেকে ২৫ আগস্টের মধ্যে। মনোনয়ন বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নির্বাচনের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, “আমরা ইতোমধ্যে বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সব পক্ষের সঙ্গে সমন্বয় থাকবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্র নেতৃত্ব তৈরির উদ্দেশে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। এরপর ১৪ বার ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়। সর্বশেষ ১৯৮৯ সালে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর কেটে গেছে ৩৫ বছর। দীর্ঘ এই সময়ে রাকসুর কার্যক্রম ছিল বন্ধ। তবে তিন দশকের বেশি সময়ের প্রতিক্ষার পর রাকসু নির্বাচন নিয়ে আবারও আশার আলো ফুটে ওঠলো।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে। তবে বাস্তবায়নে গতি না থাকায় শিক্ষার্থীদের আন্দোলন জোরালো হয়। এরই ধারাবাহিকতায় গতকাল আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করল প্রশাসন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে এনসিপি নেতাকে হুমকি

চিরকুট ও সঙ্গে কাফনের কাপড় বাড়িতে পাঠিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুকে হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোরও চেষ্টা করা হয়েছে।

১ দিন আগে

হত্যা মামলার আসামিকে খুন, স্ত্রী-সন্তান আহত

নিহত ওয়াজেদ আলী ওই গ্রামের দলিম উদ্দিনের ছেলে। তিনি হাসিবুর নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় আসামি ছিলেন।

১ দিন আগে

৩ দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীদের নেতৃত্বে ছাত্র-জনতার ব্যানারে চলছে এই বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য উপদেষ্টার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবেন না।

১ দিন আগে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে ব্লকেড রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়ালেখার প্রকৃত পরিবেশ তৈরি হচ্ছে না। আরও নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

১ দিন আগে