ফের নগর ভবন অবরোধ ইশরাক সমর্থকদের

ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবন ঘেরাও করে বিক্ষোভে নেমেছেন তার সমর্থকরা।

রোববার (১ জুন) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা নগর ভবনের মূল ফটকের সামনে জড়ো হন। পরে ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

নগর ভবনের মূল ফটকসহ সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় ডিএসসিসির সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জন্ম-মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ, ট্রেড লাইসেন্স নবায়নসহ গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন, ‘ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শপথ নিয়ে টালবাহানা মানব না’, ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’।

বিক্ষোভকারীরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত দুই দিন আন্দোলনে বিরতি থাকলেও এটি অব্যাহত থাকবে। তাদের দাবি, যতদিন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিয়ে শপথ পড়ানো না হবে, ততদিন তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

গত ১৪ মে থেকে নগর ভবনে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন ইশরাক সমর্থকরা। এর আগে গত সপ্তাহে দুই দিন যমুনার সামনেও কর্মসূচি পালন করেন তারা।

উল্লেখ্য, গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল ও ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে তার গেজেট প্রকাশ করা হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ অনুষ্ঠানের কোনো উদ্যোগ নেয়নি।

সবশেষ ৩০ মে আপিল বিভাগ ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে করা আপিল খারিজ করে দেয়। ফলে আইনগত বাধা নেই বলেও দাবি করছেন বিএনপি নেতারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। আর স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।

১৬ ঘণ্টা আগে

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা

এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা বলেন, কিছু দিন আগে পারিবারিক কিছু সমস্যায় রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার কথা জানিয়েছিল বিদ্যুৎ চন্দ্র মাহাতো। এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে তার পাঠানো পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপে পেয়েছি। তার জামায়াতে যোগদানের বিষয়টি আমি অবগত নই।

১৬ ঘণ্টা আগে

বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহমান শফিক।

১৬ ঘণ্টা আগে

১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী ১২ তারিখের (ফেব্রুয়ারি) নির্বাচনে জনগণের আমানত ও ভোটে জয়ী হওয়ার পর ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। দেশের নব্বই শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে।’

১৭ ঘণ্টা আগে