গাজীপুরে ছাত্রদের ওপর হামলা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ডিসি-পুলিশ কমিশনারের অপসারণ দাবি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ। ছবি: কমিটির ফেসবুক পেজ থেকে নেওয়া

সাবেক মন্ত্রীর বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ দাবি করেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ছাত্ররা জেলা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন।

আলী নাসের খান বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দ্রুত বিচার আইনে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে।

মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র–জনতার ওপর হামলার খবর দিলেও পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি করে। এতে ক্ষোভ জানিয়ে আলী নাসের বলেন, পুলিশ কেন দেরি করেছে, তার জবাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে। তাকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ও জেলা প্রশাসককে অপসারণ করতে হবে।

ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেন, প্রথমে ছাত্র-জনতার নামে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট-ভাঙচুর করেছে। তারপর ছাত্রদের ডেকে নিয়ে ডাকাতের নাম করে তাদের ওপর হামলা করেছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর জাহাঙ্গীর আলমের লোকজন হামলা করেছে। আ ক ম মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের অজুহাতে ছাত্রদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এম সোয়েব, গাজীপুর মহানগরের গাছা থানা প্রতিনিধি আনিসুর রহমান, টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি নাবিল ইউসুফসহ অন্যরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জাহাজের আগুনে কর্মচারীর মৃত্যু, রক্ষা পেলেন অপেক্ষমাণ ১৯৪ পর্যটক

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের জন্য ঘাটে নোঙর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ আগুন লাগে। নিহত নুর কামাল (৩৫) জাহাজের কর্মচারী ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তিনি জাহাজের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

১ দিন আগে

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে পুশইন, বিজিবির হাতে আটক

১ দিন আগে

শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষ, ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্ট বাতিল

জিলা স্কুলের ১৮৫তম বার্ষিকী উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ কনসার্ট আয়োজন করা হয়েছিল। জেমস উপস্থিতও হয়েছিলেন ফরিদপুরে। শেষ পর্যন্ত কনসার্ট বাতিল হওয়ায় জেমস ঢাকা ফিরে গেছেন।

১ দিন আগে

ফের শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহবাগ এলাকা ছেড়ে যাওয়ার পর ফের সেখানে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির কবরে তারেক রহমান শ্রদ্ধা জানানোর সময় তারা শাহবাগ মোড় থেকে কিছুটা সরে কাঁটাবন এলাকায় অবস্থান নিয়েছিলেন।

১ দিন আগে