গাজীপুরে ছাত্রদের ওপর হামলা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ডিসি-পুলিশ কমিশনারের অপসারণ দাবি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ। ছবি: কমিটির ফেসবুক পেজ থেকে নেওয়া

সাবেক মন্ত্রীর বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ দাবি করেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ছাত্ররা জেলা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন।

আলী নাসের খান বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দ্রুত বিচার আইনে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে।

মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র–জনতার ওপর হামলার খবর দিলেও পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি করে। এতে ক্ষোভ জানিয়ে আলী নাসের বলেন, পুলিশ কেন দেরি করেছে, তার জবাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে। তাকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ও জেলা প্রশাসককে অপসারণ করতে হবে।

ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেন, প্রথমে ছাত্র-জনতার নামে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট-ভাঙচুর করেছে। তারপর ছাত্রদের ডেকে নিয়ে ডাকাতের নাম করে তাদের ওপর হামলা করেছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর জাহাঙ্গীর আলমের লোকজন হামলা করেছে। আ ক ম মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের অজুহাতে ছাত্রদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এম সোয়েব, গাজীপুর মহানগরের গাছা থানা প্রতিনিধি আনিসুর রহমান, টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি নাবিল ইউসুফসহ অন্যরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পটুয়াখালী ইপিজেড : ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতেও গুনতে হচ্ছে টাকা, হয়রানি

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে দেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের কাজ চলছে। এই প্রকল্পের জন্য মোট ৪১০.৭৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা-আগুন

হোমনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা সাংবাদিকদের বলেন, বুধবার ধর্ম অবমাননার কারণে জনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিক্ষুব্ধ জনতা মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে।

১৮ ঘণ্টা আগে

রাবিতে শর্তসাপেক্ষে ফিরল পোষ্য কোটা, শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

১ দিন আগে

ফেলানী হত্যার এক যুগ পর বিজিবিতে ছোট ভাইয়ের চাকরি

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের আনতপুর সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হয়েছিলেন ১৫ বছর বয়সী কিশোরী ফেলানী। তাঁর মরদেহ দীর্ঘ ১২ ঘণ্টা কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকার মর্মান্তিক দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল।

১ দিন আগে