চুনারুঘাট-মাধবপুরের নেতাকর্মীদের ঈদ উপহার দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

ডেস্ক, রাজনীতি ডটকম

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমবার পেলেন কোনো কেন্দ্রীয় নেতার ঈদ উপহার। ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাইম হাসান উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের ঈদের উপহার হিসেবে সাড়ে ৫শ পাঞ্জাবি ও একশ শাড়ি উপহার দেন।

প্রথমবার ঈদ উপহার পেয়ে নেতাকর্মীরা খুব খুশি। চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান শামী ও সাধারণ সম্পাদক সায়েম তালুকদার এসব উপহার ইউনিয়নে ইউনিয়নে গিয়ে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব উপহার কর্মীদের হাতে তুলে দিচ্ছেন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলার প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সাধারণ এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভার ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌর সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাঞ্জাবি এবং দুই উপজেলায় মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের শাড়ি উপহার দিয়েছেন। এছাড়া বিবাহিত ছাত্রলীগের নেতাকর্মীদের স্ত্রী পেয়েছেন শাড়ি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান শামী বলেন, নাইম ভাইয়ের পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের উপহার পৌঁছে দিতে পেরে নিজেরও ভাল লাগছে। উপহার পেয়ে নেতাকর্মীদের হাসিটা দেখে মন ভরে যায়।

সাধারণ সম্পাদক সায়েম তালুকদার বলেন, এই প্রথম কোনো নেতার পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের উপহার দেওয়ায় নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন। আমার জানামতে এর আগে কেউ এমন উপহার দেয়নি। উপহার পেয়ে নেতাকর্মীরা নাইম ভাইকে ধন্যবাদ জানিয়েছেন।

মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন জানান, নাইম হাসানের পক্ষ থেকে আমি আমার নারী নেতৃবৃন্দকে ঈদের উপহার দিয়ে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ তৃণমূলের এসব নেতৃরা সবসময়ে অবহেলিত থাকে। তাদের কেউ স্মরণ করে না। ধন্যবাদ জানাই নাইম হাসানকে তাদের স্মরণ করার জন্য।

দেওরগাছ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সত্যেন্দ্র দেব বলেন, চুনারুঘাটে এই প্রথম কোনো নেতা তৃণমূল নেতাকর্মীদের উপহার দিলেন। আমার জানামতে কোনো নেতা এভাবে তৃণমূল নেতাকর্মীদের দেয়নি। আমি তাকে ধন্যবাদ জানাই আমার ইউনিয়নের নেতাদের ঈদ উপহার দেওয়ার জন্য। তৃণমূল নেতাকর্মীদের এভাবে ঈদের উপহার দেওয়ায় তারা নাইম হাসানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা নাইম হাসান আইটি প্রতিষ্ঠান ব্রেইন ক্রাফটের কর্ণধার।ব্যবসার পাশাপাশি তিনি তার নিজ এলাকা চুনারুঘাট-মাধবপুর উপজেলার নেতাকর্মীদের সবসময় খোঁজখবর নেন, তাদের পাশে থাকেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপের কামড়ে প্রাণ গেল ইজিবাইকের চালকের

১ দিন আগে

হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড, পান বরজের ব্যাপক ক্ষতি

ঝড়ের কবলে পড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ঝড়ের পর গাছে চাপা পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর দুটি, নুরুল ইসলামের একটি, আব্দুর রহিমের দুটি, আবু সিদ্দিকের একটি ও ইদ্রিস আলীর দুটি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের দুটি, শাহ্ নেওয়াজের একটি ও সিরাজুল ইসলামের একটি বসতঘর ভেঙে গেছে

১ দিন আগে

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১ দিন আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১ দিন আগে