পাটগ্রামে বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৫: ৩৮

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ করেছে বিএসএফ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলি বা ট্রাক্টরে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। তথ্য পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত কাজে বাধা ও প্রতিবাদ জানায়। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ভেকু মেশিন এবং ট্রলি নিয়ে ফেরত চলে যায়। এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে বিজিবি টহল দলকে আশ্বস্ত করে বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, দহগ্রাম বিওপি সীমান্তের ৭০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ রেখেছে বিএসএফ। পরবর্তীতে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নোয়াখালীতে যুবদল-শিবির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নোয়াখালী সদরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১ দিন আগে

গণসংযোগে ছিলেন এ কে আজাদ, গাড়িবহরে হামলা-ভাঙচুর

এ কে আজাদের কর্মী-সমর্থকদের অভিযোগ, স্থানীয় যুবদলের কর্মীরা বিক্ষোভ করে বহরে হামলা চালিয়েছে। তবে জেলা যুবদল এ ধরনের কোনো ঘটনার সঙ্গে যুবদলের কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন।

১ দিন আগে

কোনো বিশেষ দলের জন্য নির্বাচন থেমে থাকবে না: দুদু

নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র করছে। কেউ কেউ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনও করছে। আমরাও যৌক্তিক দাবির পক্ষে। তবে যারা দাবি তুলছেন, তাদের ভাবতে হবে দাবিটি সময়োপযোগী কি না।

২ দিন আগে

বরিশালে ৩ জেলে গুলিবিদ্ধ

এ সময় আত্মরক্ষার্থে অভিযান পরিচালনাকারী দল ২০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ৩ জন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

২ দিন আগে