প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আমাদের সবাইকে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকতে হয়েছে। যখনই সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙেছি। আমরা বুক চিতিয়ে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে লড়াই করেছি।
শনিবার (২৫ জানুয়ারি) দিনগত গভীর রাতে পঞ্চগড় সরকারি স্টেডিয়ামে পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট ফর ইয়ুথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম আরও বলেন, ‘গুজবলীগ গুজব ছড়াবে। হাজার কোটি টাকা পাচার করে মুখে চুন-কালি মেখে যখন আপনাদের সামনে দাঁড়াতে পারে না, তখন কাঁটাতারের ওপার থেকে প্রপাগান্ডা ছড়ায়। তাদের জননী এবং তাদের কোনো সন্তানকে বাংলাদেশ আমরা আর প্রশ্রয় দেবো না।’
কনসার্টে নগর বাউল জেমসসহ স্থানীয় ও অতিথি শিল্পীরা গান পরিবেশন করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আমাদের সবাইকে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকতে হয়েছে। যখনই সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙেছি। আমরা বুক চিতিয়ে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে লড়াই করেছি।
শনিবার (২৫ জানুয়ারি) দিনগত গভীর রাতে পঞ্চগড় সরকারি স্টেডিয়ামে পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট ফর ইয়ুথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম আরও বলেন, ‘গুজবলীগ গুজব ছড়াবে। হাজার কোটি টাকা পাচার করে মুখে চুন-কালি মেখে যখন আপনাদের সামনে দাঁড়াতে পারে না, তখন কাঁটাতারের ওপার থেকে প্রপাগান্ডা ছড়ায়। তাদের জননী এবং তাদের কোনো সন্তানকে বাংলাদেশ আমরা আর প্রশ্রয় দেবো না।’
কনসার্টে নগর বাউল জেমসসহ স্থানীয় ও অতিথি শিল্পীরা গান পরিবেশন করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১ দিন আগেপ্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি
১ দিন আগেএনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।
১ দিন আগেলেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’
১ দিন আগে