১০ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপি নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ভাইরালের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফ হাসান জজ নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ শপিকার রহমানের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃত আরিফ হাসান উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ পদে ছিলেন।

বহিষ্কার আদেশে বলা হয়, আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিন মেম্বারের সঙ্গে অবৈধভাবে টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে করে মারাত্মকভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তা ছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে ওই নেতা বিভিন্ন ধরনের উসকানিমূলক কথা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয় বলে জানা গেছে

পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ শপিকার রহমান জানান, আরিফ হাসানের সঙ্গে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।

১ দিন আগে

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ আটক ৯

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ মোট নয়জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

১ দিন আগে

আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

হাসপাতালের সহকারী পরিচালক ডা. কানিজ ফাতেমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ জানুয়ারি গুরুতর দগ্ধ অবস্থায় হাজেরা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পাঁচ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।

১ দিন আগে

রাতে চট্টগ্রাম-কুমিল্লায় ২ দুর্ঘটনায় ৫ প্রাণহানি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি এক ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌ বাহিনীর সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। একই মহাসড়কে কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উলটে গেলে দুজন নিহত হয়েছেন।

২ দিন আগে