ওড়নায় ঝুলছিল দম্পতির মরদেহ, স্ত্রী ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা

লালমনিরহাট প্রতিনিধি
প্রতীকী ছবি

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে ওড়নায় ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, শাশুড়ির সঙ্গে পুত্রবধূর ঝগড়ার জের ধরে তারা দুজন একই ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রী ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমারপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই দম্পতি গলায় ফাঁস দেন। পরে পুলিশ গিয়ে দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

নিহত দম্পতি হলেন— কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার স্ত্রী একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোবহানের মেয়ে ছকিনা বেগম (২৫)।

প্রতিবেশী ও স্বজনরা জানান, সোমবার সকালে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বউ-শাশুড়ির বিবাদ ছেলে পর্যন্ত গড়ায়। এতে ক্ষুব্ধ হয়ে মা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার চান। এ ছাড়া ওই দম্পতি অর্থকষ্টেও ছিলেন। পরে অভিমানে সন্ধ্যায় অলি মিয়া ও তার স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে একসঙ্গে গলায় ফাঁস দেন।

রাতে খাবারের জন্য স্বজনরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেলে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর দিলে হাতীবান্ধা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুননবী বলেন, ধারণা করা হচ্ছে , পারিবারিক কলহ, আর্থিক অনটন ও চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার ঘটনায় ওই দম্পতি অভিমানে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় ছকিনার ভাই আজিজুল হক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিমা ভাঙচুরের ঘটনায় গাজীপুরে ২ কিশোর আটক

আটক দুই কিশোরের বাড়ি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার রবিদাস পাড়ায়। এর মধ্যে একজন স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

১৩ ঘণ্টা আগে

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির রেশ ধরে এই লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। তারা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন দ্বিতীয় দিনের

১৬ ঘণ্টা আগে

রাজশাহীসহ তিন জেলায় দূরপাল্লার বাস বন্ধ, চরম ভোগান্তি

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, মালিকপক্ষ শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধির জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে কার্যকর হয়নি। এখন শ্রমিকেরা আবার অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এ পর্যন্ত মালিকপক্ষ কোনো আলোচনায় আসেনি।

১৬ ঘণ্টা আগে

জামিন মেলেনি, ১২ দিনের সন্তানকে নিয়ে মা প্রিজন সেলে

আইনজীবী শেখ রফিকুজ্জামান বলেন, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করার চেষ্টা করব। মূলত মানব পাচারের মামলায় নিম্ন আদালতে জামিনের এখতিয়ার নেই। মঙ্গলবার মহানগর আদালতে বাদীর আবেদনও তুলে ধরব। আশা করি জামিন হয়ে যাবে।

১ দিন আগে