ওড়নায় ঝুলছিল দম্পতির মরদেহ, স্ত্রী ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা

লালমনিরহাট প্রতিনিধি
প্রতীকী ছবি

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে ওড়নায় ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, শাশুড়ির সঙ্গে পুত্রবধূর ঝগড়ার জের ধরে তারা দুজন একই ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রী ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমারপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই দম্পতি গলায় ফাঁস দেন। পরে পুলিশ গিয়ে দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

নিহত দম্পতি হলেন— কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার স্ত্রী একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোবহানের মেয়ে ছকিনা বেগম (২৫)।

প্রতিবেশী ও স্বজনরা জানান, সোমবার সকালে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বউ-শাশুড়ির বিবাদ ছেলে পর্যন্ত গড়ায়। এতে ক্ষুব্ধ হয়ে মা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার চান। এ ছাড়া ওই দম্পতি অর্থকষ্টেও ছিলেন। পরে অভিমানে সন্ধ্যায় অলি মিয়া ও তার স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে একসঙ্গে গলায় ফাঁস দেন।

রাতে খাবারের জন্য স্বজনরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেলে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর দিলে হাতীবান্ধা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুননবী বলেন, ধারণা করা হচ্ছে , পারিবারিক কলহ, আর্থিক অনটন ও চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার ঘটনায় ওই দম্পতি অভিমানে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় ছকিনার ভাই আজিজুল হক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গোপালগঞ্জের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, এ মৌসুমে সর্বনিম্ন

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

৬ ঘণ্টা আগে

ঘন কুয়াশায় মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টা নাগাদ হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

৭ ঘণ্টা আগে

২২ বছর ধরে ইউপি চেয়ারম্যান, এমপি নির্বাচন করতে পদত্যাগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছেড়েছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি টানা ২২ বছর টেকনাফের উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

৭ ঘণ্টা আগে

দাদা-দাদির কবর জিয়ারত করে নির্বাচনি কার্যক্রম শুরু রুমিন ফারহানার

দাদা-দাদির কবর জিয়ারতের পর রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আজ দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি যাত্রা শুরু করলাম। আমি ১৭ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে ও মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছি। এলাকার ও দেশের মানুষের কাছে দোয়া চাই।

৮ ঘণ্টা আগে