রংপুরে শেখ হাসিনাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

রংপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আব্দুল্লাহ আল তাহির হত্যার অভিযোগকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে সাড়ে বারোটায় তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলাটি দায়ের করেন।

নিহত আব্দুল্লাহ আল তাহির পেশায় একজন প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন ঢাকার একটি প্রতিষ্ঠানে।

এই মামলার অন্যান্য আসামিরা হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ উত্তম কুমার পাল, এডিসি ক্রাইম উৎপল কুমার রায়, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আ.লীগের আহ্বায়ক এ কে এম সায়াদাত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, সাবেক মহিলা এমপি নাসিমা জামান ববিসহ পুলিশ-আ. লীগ নেতাকর্মীসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এই মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ১৯ জুলাই বিকেলে রংপুর নগরী রামমোহন মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশকে প্রাধান্য দিয়ে অন্যান্য আসামিদের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালায়।

আন্দোলনের সময় পুলিশের একাধিক গুলিতে আব্দুল্লাহ আল তাহেরের শরীরের পেটের মাঝ বরাবর গুলি ঢুকে ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়। এছাড়াও কিছু গুলি শরীরে লেগে জখমপ্রাপ্ত হয়। গুলি লেগে মাটিতে ঢলে পরলে পুলিশ তাকে ভ্যানে করে নিয়ে যায়। পরে তাহিরের মরদেহ পাওয়া যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

এছাড়াও একই আদালতে গত ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে নিহত ফল বিক্রেতা মিরাজুল ইসলামের মা আম্বিয়া খাতুন ২১ জনের নামে বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নামে মামলা হয়েছে। ওই দু’টি মামলাও গ্রহণ করে তাজহাট ও মেট্রোপলিটন কোতোয়ালি থানাকে রেকর্ড ও তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়াও আজ রংপুরে ৭৪ জন নামীয় ও অজ্ঞাতনামা শতাধিক জনেক আসামি করে মোট ৩টি মামলা দায়ের করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১ দিন আগে

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

১ দিন আগে

কোটা-বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল চলছে

হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

১ দিন আগে

রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।

২ দিন আগে