ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শুরুতে দলটির পক্ষ থেকে শীর্ষ নেতাদের বাসচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করা হলেও পরে তারা সেই অবস্থান থেকে সরে আসেন।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এনসিপির এক কর্মী ও একজন গাড়িচালক আহত হয়েছেন।
এনসিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জের উদ্দেশে একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা দেয় এনসিপির গাড়িবহর। বহরটি টাঙ্গন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি আন্তঃজেলা বাস তাদের একটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় এনসিপি নেতাকর্মীরা বাসটি থামিয়ে চালকের কাছে কৈফিয়ত চাইতে গেলে ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গাড়ির চালকসহ এক এনসিপি কর্মী আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই এনসিপির পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হামলা ও শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্র বলে অভিযোগ করা হয়।
ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র অপু বলেন, ‘হামলাকারীরা মূলত নাহিদ বা সারজিসকে লক্ষ্যবস্তু করেছিল। প্রথমে বাসচাপা দেওয়ার চেষ্টা থেকে ধারণা করা যায়, তাদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
তবে এর কিছুক্ষণ পরেই অপু তার বক্তব্য পরিবর্তন করেন। তিনি বলেন, ‘আমরা পরবর্তীতে জানতে পেরেছি, এটি একটি পরিকল্পিত ঘটনা নয়, বরং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। এনসিপি এটিকে হামলা বলে অভিযোগ করেছে। তারা প্রাথমিকভাবে একজন হামলাকারীর একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শুরুতে দলটির পক্ষ থেকে শীর্ষ নেতাদের বাসচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করা হলেও পরে তারা সেই অবস্থান থেকে সরে আসেন।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এনসিপির এক কর্মী ও একজন গাড়িচালক আহত হয়েছেন।
এনসিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জের উদ্দেশে একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা দেয় এনসিপির গাড়িবহর। বহরটি টাঙ্গন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি আন্তঃজেলা বাস তাদের একটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় এনসিপি নেতাকর্মীরা বাসটি থামিয়ে চালকের কাছে কৈফিয়ত চাইতে গেলে ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গাড়ির চালকসহ এক এনসিপি কর্মী আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই এনসিপির পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হামলা ও শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্র বলে অভিযোগ করা হয়।
ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র অপু বলেন, ‘হামলাকারীরা মূলত নাহিদ বা সারজিসকে লক্ষ্যবস্তু করেছিল। প্রথমে বাসচাপা দেওয়ার চেষ্টা থেকে ধারণা করা যায়, তাদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
তবে এর কিছুক্ষণ পরেই অপু তার বক্তব্য পরিবর্তন করেন। তিনি বলেন, ‘আমরা পরবর্তীতে জানতে পেরেছি, এটি একটি পরিকল্পিত ঘটনা নয়, বরং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। এনসিপি এটিকে হামলা বলে অভিযোগ করেছে। তারা প্রাথমিকভাবে একজন হামলাকারীর একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৭ ঘণ্টা আগেপ্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি
১৮ ঘণ্টা আগেএনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।
১৯ ঘণ্টা আগেলেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’
২০ ঘণ্টা আগে