ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২০: ২৭

ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শুরুতে দলটির পক্ষ থেকে শীর্ষ নেতাদের বাসচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করা হলেও পরে তারা সেই অবস্থান থেকে সরে আসেন।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এনসিপির এক কর্মী ও একজন গাড়িচালক আহত হয়েছেন।

এনসিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জের উদ্দেশে একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা দেয় এনসিপির গাড়িবহর। বহরটি টাঙ্গন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি আন্তঃজেলা বাস তাদের একটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় এনসিপি নেতাকর্মীরা বাসটি থামিয়ে চালকের কাছে কৈফিয়ত চাইতে গেলে ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গাড়ির চালকসহ এক এনসিপি কর্মী আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই এনসিপির পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হামলা ও শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্র বলে অভিযোগ করা হয়।

ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র অপু বলেন, ‘হামলাকারীরা মূলত নাহিদ বা সারজিসকে লক্ষ্যবস্তু করেছিল। প্রথমে বাসচাপা দেওয়ার চেষ্টা থেকে ধারণা করা যায়, তাদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

তবে এর কিছুক্ষণ পরেই অপু তার বক্তব্য পরিবর্তন করেন। তিনি বলেন, ‘আমরা পরবর্তীতে জানতে পেরেছি, এটি একটি পরিকল্পিত ঘটনা নয়, বরং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। এনসিপি এটিকে হামলা বলে অভিযোগ করেছে। তারা প্রাথমিকভাবে একজন হামলাকারীর একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কুমিল্লার বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে (৫৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।

১২ ঘণ্টা আগে

বিএনপি কার্যালয় ভাঙচুর: আসামি সাবেক এমপি-সাংবাদিকসহ ১৮৬

১ দিন আগে

জুলাই আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, ৩৬ জুলাই তথা ৫ আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশ যাদের আত্মত্যাগে পেয়েছি, সেই জুলাই আন্দোলনের শহিদ, আহত, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণকারীসহ সব নির্যাতিত পরিবারকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে জুলাই সনদ ঘোষণা করুন।

১ দিন আগে

চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার ভার পাচ্ছে নৌ বাহিনীর ড্রাইডক

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সরকারের নীতিগত সিদ্ধান্তের পর ড্রাইডকের মাধ্যমে র্টার্মিনাল পরিচালনার বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। আগামী ৬ জুলাই ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ।

১ দিন আগে