
রাজশাহী ব্যুরো

কালজয়ী চলচ্চিত্রকার ও পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি রাতের আঁধারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। রাজশাহী নগরীর মিঞাপাড়ায় অবস্থিত বাড়িটির আঙিনায় এখন ইটের স্তূপ পড়ে আছে। রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এই স্থাপনাটি ভেঙে ফেলার খবর পেয়ে আজ বুধবার দুপুরে রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা বাড়িটিতে ভিড় করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়া, এই ঘটনার প্রতিবাদে চলচ্চিত্র সংশ্লিষ্টসহ এক দল তরুণ মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন। তারা দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরা ঐতিহাসিক এই স্থাপনাটি রাতের আঁধারে ভেঙে ফেলে আন্দোলনকারীদের ওপর দায় চাপিয়ে দিচ্ছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
আজ বুধবার দুপুরে সরেজমিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ও ঐতিহাসিক ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়িতে গিয়ে দেখা যায়, নগরীর মিয়া পাড়ায় অবস্থিত রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ওই বাড়ির কোনো চিহ্নই নেই। পুরো এলাকাজুড়ে পুরনো ইটের স্তূপ পড়ে আছে। শ্রমিকরা একতলা ভবনের ওই ইট এক জায়গায় জড়ো করছে।
জানা যায়, বাংলা চলচ্চিত্রের পুরোধা ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার খবর পেয়ে বুধবার সাড়ে ১২টার মধ্যে সেখানে জড়ো হন রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা। এ সময় পাশেই থাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানেন না বলে জানান। এতে চলচ্চিত্রকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, পাশে থাকা হোমিওপ্যাথিক কলেজের একটা কাচও ভাঙেনি। অথচ ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের ঐতিহ্য। এটা ভাঙার অধিকার কারও নেই। এটা জেলা প্রশাসক থেকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ সময় চলচ্চিত্রকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
পরে কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, কোটা সংস্কার ইস্যুতে দেশব্যাপী চলা সংকটে বন্ধ থাকার পর গত ৬ আগস্ট অফিস খোলার দিন তারা আসেন। তখন বর্তমান ও আগের শিক্ষার্থীরা এখানে এসে বঙ্গবন্ধুর ছবি ও ব্যানারগুলো নামিয়ে ফেলেন। পরে তারা ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়িটা ভেঙে ফেলতে হবে বলে জানান। কিন্তু তিনি রাজি না হলে তারা চলে যান। পরে সেদিন রাত ৮টায় তিনি ফোনের মাধ্যমে জানতে পারেন এই বাড়িটি ভাঙা হচ্ছে। তখন এসে দেখেন ৬-৭ জন শ্রমিক এটা ভাঙছেন। শ্রমিকরা তাকে জানিয়েছেন, কয়েকজন তাদের টাকা দিয়ে এটা ভাঙতে বলেছে। ছাত্ররা এটা করিয়েছে। তার ইন্ধনে এটা হয়নি। কারণ এই জায়গাটা তারা আউটডোর ও ইনডোর হিসেবে ব্যবহার করেছেন।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এটা সংগ্রহের এখন তো আর কিছু নেই। এটা আউটডোর হিসেবে এখন কিছু করবেন। তখন সাংবাদিকরা বলতে থাকেন আপনাদের প্ল্যানেই এটা ভাঙা হয়েছে।
এরপর সেখানে বাড়িটি ভেঙ্গে ইট সরানোর দায়িত্ব নেওয়া ঠিকাদার শামীম মিয়া সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের এক দিন পর ৬ আগস্ট ছাত্ররা স্থাপনাটির সামনের দেয়াল ভাঙচুর করে বলে তাকে জানানো হয়। এরপর কলেজ কর্তৃপক্ষ আমাকে বাড়ির বাকি অংশ ভেঙে দিতে বলে। তার প্রেক্ষিতে গত তিন দিন ধরে শ্রমিক নিয়ে পুরো জায়গাটি ভেঙে পরিষ্কার করার জন্য কাজ করছি।
জানা যায়, বাংলা চলচ্চিত্রের পুরোধা ঋত্বিক ঘটক জীবনের শুরুর সময়টা রাজশাহীতে তার পৈতৃক এই বাড়িতেই কাটিয়েছেন। এই বাড়িতে থাকার সময় তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়েছেন। রাজশাহী কলেজ এবং মিঞাপাড়ার সাধারণ গ্রন্থাগার মাঠে প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নাট্যচর্চা করেছেন। ওই সময় ‘অভিধারা’ নামে সাহিত্যের কাগজ সম্পাদনা করেছেন ঋত্বিক। তাঁকে ঘিরেই তখন রাজশাহীতে সাহিত্য ও নাট্য আন্দোলন বেগবান হয়। এই বাড়িতে থেকেছেন ঋত্বিক ঘটকের ভাইঝি বরেণ্য কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী। এই বাড়ির পুরো ৩৪ শতাংশ জমি ১৯৮৯ সালে এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে ইজারা দেয়। কলেজটি বাড়ি ঘেঁষেই পশ্চিমপাশে রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের শুরুতে বাড়িটির একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ তৈরির অভিযোগ উঠেছিল রাজশাহী হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু চলচ্চিত্র নির্মাতা এবং সাংস্কৃতিক কর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করলে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন।
ফলে ‘ঋত্বিক কুমার ঘটক’র পৈত্রিক বাড়ি ভাঙা বন্ধ এবং তা সংরক্ষণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়ই’ এ প্রত্যয়ে এগিয়ে চলা উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস। বুধবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসক শামীম আহম্মেদ ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে স্মারকলিপি প্রদান করে এ দাবি জানানো হয়েছে।
ঐতিহাসিক এই স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় চলচ্চিত্রকর্মীরা জেলা প্রশাসক শামীম আহমেদকে অভিযোগ দিলে তিনি তদন্তের জন্য এক সপ্তাহের সময় নিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তে।
চলচ্চিত্রনির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম (সাইক) অভিযোগ করে বলেন, রাজশাহীর ঋত্বিক ঘটকের পৈতৃক এই নিবাস ২০১৯ সালে একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ করেছিল কলেজ কর্তৃপক্ষ। এবার তারা পুরোটাই গুঁড়িয়ে দিয়েছে। তারা এটা কোনোভাবেই মানবেন না। জেলা প্রশাসক দপ্তরে এসেছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, জেলা প্রশাসক এটা সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল। পরে তারা ভূমি মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছিলেন। তাতে তারা ঋত্বিক ঘটকের বাড়িটি ইজারা থেকে অবমুক্ত করে ঋত্বিক ঘটকের নামে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই চিঠিটা মন্ত্রণালয়ে আছে।
তিনি আরও বলেন, চলচ্চিত্রকর্মীরা ও কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে এসেছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ রয়েছে। সেটি দেখা হচ্ছে। যারা এই বাড়ি ভাঙাতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা সংরক্ষণের জন্য যা করা প্রয়োজন, তা সবাইকে সঙ্গে নিয়ে করবেন।

কালজয়ী চলচ্চিত্রকার ও পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি রাতের আঁধারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। রাজশাহী নগরীর মিঞাপাড়ায় অবস্থিত বাড়িটির আঙিনায় এখন ইটের স্তূপ পড়ে আছে। রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এই স্থাপনাটি ভেঙে ফেলার খবর পেয়ে আজ বুধবার দুপুরে রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা বাড়িটিতে ভিড় করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়া, এই ঘটনার প্রতিবাদে চলচ্চিত্র সংশ্লিষ্টসহ এক দল তরুণ মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন। তারা দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরা ঐতিহাসিক এই স্থাপনাটি রাতের আঁধারে ভেঙে ফেলে আন্দোলনকারীদের ওপর দায় চাপিয়ে দিচ্ছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
আজ বুধবার দুপুরে সরেজমিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ও ঐতিহাসিক ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়িতে গিয়ে দেখা যায়, নগরীর মিয়া পাড়ায় অবস্থিত রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ওই বাড়ির কোনো চিহ্নই নেই। পুরো এলাকাজুড়ে পুরনো ইটের স্তূপ পড়ে আছে। শ্রমিকরা একতলা ভবনের ওই ইট এক জায়গায় জড়ো করছে।
জানা যায়, বাংলা চলচ্চিত্রের পুরোধা ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার খবর পেয়ে বুধবার সাড়ে ১২টার মধ্যে সেখানে জড়ো হন রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা। এ সময় পাশেই থাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানেন না বলে জানান। এতে চলচ্চিত্রকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, পাশে থাকা হোমিওপ্যাথিক কলেজের একটা কাচও ভাঙেনি। অথচ ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের ঐতিহ্য। এটা ভাঙার অধিকার কারও নেই। এটা জেলা প্রশাসক থেকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ সময় চলচ্চিত্রকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
পরে কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, কোটা সংস্কার ইস্যুতে দেশব্যাপী চলা সংকটে বন্ধ থাকার পর গত ৬ আগস্ট অফিস খোলার দিন তারা আসেন। তখন বর্তমান ও আগের শিক্ষার্থীরা এখানে এসে বঙ্গবন্ধুর ছবি ও ব্যানারগুলো নামিয়ে ফেলেন। পরে তারা ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়িটা ভেঙে ফেলতে হবে বলে জানান। কিন্তু তিনি রাজি না হলে তারা চলে যান। পরে সেদিন রাত ৮টায় তিনি ফোনের মাধ্যমে জানতে পারেন এই বাড়িটি ভাঙা হচ্ছে। তখন এসে দেখেন ৬-৭ জন শ্রমিক এটা ভাঙছেন। শ্রমিকরা তাকে জানিয়েছেন, কয়েকজন তাদের টাকা দিয়ে এটা ভাঙতে বলেছে। ছাত্ররা এটা করিয়েছে। তার ইন্ধনে এটা হয়নি। কারণ এই জায়গাটা তারা আউটডোর ও ইনডোর হিসেবে ব্যবহার করেছেন।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এটা সংগ্রহের এখন তো আর কিছু নেই। এটা আউটডোর হিসেবে এখন কিছু করবেন। তখন সাংবাদিকরা বলতে থাকেন আপনাদের প্ল্যানেই এটা ভাঙা হয়েছে।
এরপর সেখানে বাড়িটি ভেঙ্গে ইট সরানোর দায়িত্ব নেওয়া ঠিকাদার শামীম মিয়া সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের এক দিন পর ৬ আগস্ট ছাত্ররা স্থাপনাটির সামনের দেয়াল ভাঙচুর করে বলে তাকে জানানো হয়। এরপর কলেজ কর্তৃপক্ষ আমাকে বাড়ির বাকি অংশ ভেঙে দিতে বলে। তার প্রেক্ষিতে গত তিন দিন ধরে শ্রমিক নিয়ে পুরো জায়গাটি ভেঙে পরিষ্কার করার জন্য কাজ করছি।
জানা যায়, বাংলা চলচ্চিত্রের পুরোধা ঋত্বিক ঘটক জীবনের শুরুর সময়টা রাজশাহীতে তার পৈতৃক এই বাড়িতেই কাটিয়েছেন। এই বাড়িতে থাকার সময় তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়েছেন। রাজশাহী কলেজ এবং মিঞাপাড়ার সাধারণ গ্রন্থাগার মাঠে প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নাট্যচর্চা করেছেন। ওই সময় ‘অভিধারা’ নামে সাহিত্যের কাগজ সম্পাদনা করেছেন ঋত্বিক। তাঁকে ঘিরেই তখন রাজশাহীতে সাহিত্য ও নাট্য আন্দোলন বেগবান হয়। এই বাড়িতে থেকেছেন ঋত্বিক ঘটকের ভাইঝি বরেণ্য কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী। এই বাড়ির পুরো ৩৪ শতাংশ জমি ১৯৮৯ সালে এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে ইজারা দেয়। কলেজটি বাড়ি ঘেঁষেই পশ্চিমপাশে রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের শুরুতে বাড়িটির একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ তৈরির অভিযোগ উঠেছিল রাজশাহী হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু চলচ্চিত্র নির্মাতা এবং সাংস্কৃতিক কর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করলে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন।
ফলে ‘ঋত্বিক কুমার ঘটক’র পৈত্রিক বাড়ি ভাঙা বন্ধ এবং তা সংরক্ষণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়ই’ এ প্রত্যয়ে এগিয়ে চলা উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস। বুধবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসক শামীম আহম্মেদ ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে স্মারকলিপি প্রদান করে এ দাবি জানানো হয়েছে।
ঐতিহাসিক এই স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় চলচ্চিত্রকর্মীরা জেলা প্রশাসক শামীম আহমেদকে অভিযোগ দিলে তিনি তদন্তের জন্য এক সপ্তাহের সময় নিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তে।
চলচ্চিত্রনির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম (সাইক) অভিযোগ করে বলেন, রাজশাহীর ঋত্বিক ঘটকের পৈতৃক এই নিবাস ২০১৯ সালে একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ করেছিল কলেজ কর্তৃপক্ষ। এবার তারা পুরোটাই গুঁড়িয়ে দিয়েছে। তারা এটা কোনোভাবেই মানবেন না। জেলা প্রশাসক দপ্তরে এসেছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, জেলা প্রশাসক এটা সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল। পরে তারা ভূমি মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছিলেন। তাতে তারা ঋত্বিক ঘটকের বাড়িটি ইজারা থেকে অবমুক্ত করে ঋত্বিক ঘটকের নামে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই চিঠিটা মন্ত্রণালয়ে আছে।
তিনি আরও বলেন, চলচ্চিত্রকর্মীরা ও কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে এসেছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ রয়েছে। সেটি দেখা হচ্ছে। যারা এই বাড়ি ভাঙাতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা সংরক্ষণের জন্য যা করা প্রয়োজন, তা সবাইকে সঙ্গে নিয়ে করবেন।

আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশন করেন আবুল সরকার। এ সময় তিনি ধর্ম অবমাননা করেন ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করেন।
২ দিন আগে
এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।
২ দিন আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
২ দিন আগেবাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত
২ দিন আগে