৬ দফায় ডিম দিয়েও বাচ্চা ফোটাতে ব্যর্থ ঘড়িয়াল জুটি

রাজশাহী ব্যুরো

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেনে গড়াই ও পদ্মা নামে ঘড়িয়াল জুটি ছয়বার ডিম দিলেও বাচ্চা ফুটাতে পারেনি। সম্প্রতি স্ত্রী ঘড়িয়ালটি আবারও ডিম দিয়েছে। তবে এবারও তা থেকে বাচ্চা ফোটার কোনো আশা দেখা যাচ্ছে না। কিন্তু প্রজনন করানো সম্ভব না হলে দেশে এই প্রাণীটি একেবারেই বিলুপ্ত ঘোষিত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জানা যায়, ১৯৯০ সালে রাজশাহীর পদ্মা নদী থেকে দুইটি ঘড়িয়াল উদ্ধার করে এই উদ্যানে রাখা হয়। ঘড়িয়াল দুটি নারী প্রজাতির হওয়ায় ২০১৭ সালে গড়াল নামে ঢাকার একটি পুরুষ ঘড়িয়ালের সাথে রাজশাহীর একটি নারী ঘড়িয়ালের বিনিময় করে জুটি বাঁধানো হয়। এজন্য রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেনে ঘড়িয়ালের প্রজনন উপযোগী পরিবেশও তৈরি করা হয়। প্রত্যাশা অনুযায়ী নারী ঘড়িয়াল ডিমও দেয়। তবে ৬ বার ডিম দিলেও কোনোভাবেই তা ফোঁটানো যায়নি। সম্প্রতি ঘড়িয়ালের বংশ বিস্তারে উপযুক্ত পরিবেশ তৈরি করে আবারও চেষ্টা করানো হচ্ছে জানা গেছে।

বারব আলী ও শরিফুল ইসলাম,শহীদ এএইচএম কামারুজ্জামান উদ্যানে কর্মরত বারব আলী ও শরিফুল ইসলাম জানান, স্ত্রী ঘড়িয়াল ৬ বার ডিম দিয়েছে, তবে প্রজননের জন্য বাচ্চা ফোটানো যায়নি। অধিকাংশই পানিতে ডুবে নষ্ট হয়েছে। চলতি বছরও মার্চ মাসের দিকে অন্তত ৩২টি ডিম দিয়েছে পদ্মা। তবে পানিতে দেওয়ায় তা নষ্ট হয়ে ভেসে উঠছে। এর আগেও একইভাবে ঘড়িয়ালের ডিমগুলো নষ্ট হয়েছে। তবে গত বছর অল্প কিছু ডিম পানির পাশে বালুতে পাওয়া গিয়েছিল। সেগুলো খুব সতর্কতার সাথে বালিতে পুতে রাখলেও বাচ্চা ফোটেনি। অনেক ক্ষেত্রে ঘড়িয়াল নিজেই ডিমগুলো নষ্ট করে দিচ্ছে।

এদিকে প্রায় তিন মাস আগে ঘড়িয়ালের প্রজননের বিষয়ে কাজ করতে স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছেন সরীসৃপ গবেষক বোরহান বিশ্বাস রমন। তিনি বলেন, ডিম ফোটানোর জন্য উপযুক্ত পরিবেশের অভাব রয়েছে। প্রজনন মৌসুমে, ডিম দেয়ার অন্তত তিন মাস আগে থেকেই ঘড়িয়াল পলি মিশ্রিত মাটি, নরম ঘাস রয়েছে এমন স্থান নির্বাচন করে রাখে। যেখানে দিনে তাপ থাকবে, রাতেও তাপ ধরে রাখবে। কিন্তু এখানে সেই পরিবেশ পাওয়া যাচ্ছে না।

ফলে, সরীসৃপ গবেষক বোরহান বিশ্বাস রমনের পরামর্শে সম্প্রতি শহীদ এএইচএম কামারুজ্জামান উদ্যানে পুকুরের এক পাশের মাটি বদলানো ও ঘাস বলানোর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া প্রজনন মৌসুমে ঘড়িয়ালগুলোকে দর্শনার্থী থেকে আড়ালে রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোরহান বিশ্বাস রমন বলেন, প্রজননে সফল হলে নদীতে ঘড়িয়াল বাচ্চাদের ছেড়ে দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। তবে তার আগে নিরাপদ নদী ও দুষণমুক্ত নদী গড়তে হবে। এখান থেকে ২টি ঘড়িয়ালের বাচ্চা উৎপাদন করা গেলেও আগামী অর্ধশত বছরের জন্য প্রাণীটি দেশে টিকে থাকবে। কেননা, ঘড়িয়ালের গড় আয়ূ অন্তত ৬০ বছর। এরা সর্বাধিক ২০ ফুট লম্বা এবং ১৬০ কেজি পর্যন্ত ওজন হয়। বয়স্করা কালচে ধূসর হলেও বাচ্চা ঘড়িয়ালের রঙ উজ্জ্বল। মার্চ ও এপ্রিল ঘড়িয়ালের প্রজনন ঋতু। এ সময়ে মা প্রাণীটি নদীর বালিয়াড়িতে ডিম পেড়ে বালি দিয়ে ঢেকে রাখে। একসঙ্গে এরা ২০ থেকে ৯৫টি ডিম পাড়ে। ৭১ থেকে ৯৩ দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়।

তিনি আরও বলেন, গত ১০ বছরে সারা দেশের বড় নদীগুলো থেকে অন্তত ২৮টি ঘড়িয়াল উদ্ধার করা হয়েছে। যেগুলো সব ছোট বাচ্চা। ধারণা করা যায় বন্যার কারণে অন্য জায়গা থেকে তারা ভেসে এসেছে।

জানা গেছে, প্রায় ৩৬ বছর আগে থেকে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেনে দুটি ঘড়িয়াল রয়েছে। তবে, দুটিই নারী হওয়ায় পদ্মা নামে একটি ঘড়িয়ালকে রেখে অন্যটিকে ঢাকায় জাতীয় চিড়িয়াখানায় ও গড়াল নামে ঢাকার একটি পুরুষ ঘড়িয়াল রাজশাহীতে স্থানান্তর করা হয়। বংশ বৃদ্ধির আশায় স্ত্রী ও পুরুষ ঘড়িয়াল বিনিময় করে জুটি বাঁধানোর পাশাপাশি প্রজনন উপযোগী পরিবেশও তৈরি করা হয়। প্রত্যাশা অনুযায়ী নারী ঘড়িয়াল ডিমও দেয়। তবে ৬ বার ডিম দিলেও কোনোভাবেই তা থেকে বাচ্চা ফোটানো যায়নি। রাজশাহীর পদ্মা এবং ঢাকার গড়াইয়ের বয়স অন্তত ৪০ বছর। পুরুষ ঘড়িয়াল ১৩ বছরে ও স্ত্রী ঘড়িয়াল ১৬ বছর পর প্রজনন সক্ষম হয়। এই সময়ের মধ্যে তারা প্রায় তিন মিটার লম্বা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

স্থানীয় তুলা ব্যবসায়ী জুলহাস মিয়া দাবি করে বলেন, তুলার গোডাউনে আগুন লাগার ফলে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পর মুহূর্তেই গুদামের ভেতরের তুলা দাহ্য হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

গানের আসরে আল্লাহকে ‘কটূক্তি’, বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশন করেন আবুল সরকার। এ সময় তিনি ধর্ম অবমাননা করেন ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করেন।

২ দিন আগে

নৌকায় ভোট চেয়ে পদ হারানো হেলাল ‘ঘরে ফিরলেন’

এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।

২ দিন আগে

রাবির দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে অপহরণ, ক্যাম্পাসে তোলপাড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

২ দিন আগে