বিচারকের ছেলেকে হত্যা: আসামির বক্তব্য প্রকাশে ৪ পুলিশ বরখাস্ত

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় এর আগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন আদালত।

শনিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন, আসামি লিমন মিয়ার পাহারায় নিযুক্ত একজন এসআই ও তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় আরও কারও দায়িত্বে অবহেলা বা জড়িত থাকার প্রমান মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

যে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন— রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত এবং কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।

এর আগে বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে সুমন ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি জখম হন। এ সময় ধস্তাধস্তি হলে আসামি লিমন মিয়াও আহত হন।

ঘটনাস্থলে থেকেই আটক করা হয় অভিযুক্ত লিমনকে। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ পায়।

ছেলে হত্যা ও স্ত্রী জখমের ঘটনায় শুক্রবার বিচারক আব্দুর রহমান লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

এদিকে শনিবার আসামি লিমনকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম আমলি আদালতের বিচারক মো. মামুনুর রশিদ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জোনায়েদ সাকির আসনে সরে দাঁড়াচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

স্থানীয়রা বলছিলেন, আবদুল খালেক ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ভোটের মাঠে থেকে গেলে জোনায়েদ সাকির জন্য নির্বাচন কঠিন হয়ে দাঁড়াবে। সবশেষ তথ্য বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন আবদুল খালেক।

১ দিন আগে

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে লন্ডভন্ড বসতঘর, যুবক নিহত

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

২ দিন আগে

দইখাওয়া সীমান্ত থেকে গুলিবিদ্ধ যুবক উদ্ধার

লালমনিরহাট-১৫ বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে দইখাওয়া বিওপির একটি টহলদল সীমান্তে হঠাৎ গুলির শব্দ শোনতে পায়। পরে সীমান্ত পিলার ৯০২-এর কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় রনি মিয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

২ দিন আগে

জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত ৪

আহতদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে সৈয়দ সাইদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

৩ দিন আগে