বিচারকের ছেলেকে হত্যা: আসামির বক্তব্য প্রকাশে ৪ পুলিশ বরখাস্ত

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় এর আগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন আদালত।

শনিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন, আসামি লিমন মিয়ার পাহারায় নিযুক্ত একজন এসআই ও তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় আরও কারও দায়িত্বে অবহেলা বা জড়িত থাকার প্রমান মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

যে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন— রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত এবং কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।

এর আগে বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে সুমন ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি জখম হন। এ সময় ধস্তাধস্তি হলে আসামি লিমন মিয়াও আহত হন।

ঘটনাস্থলে থেকেই আটক করা হয় অভিযুক্ত লিমনকে। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ পায়।

ছেলে হত্যা ও স্ত্রী জখমের ঘটনায় শুক্রবার বিচারক আব্দুর রহমান লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

এদিকে শনিবার আসামি লিমনকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম আমলি আদালতের বিচারক মো. মামুনুর রশিদ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

এ ছাড়া ইটনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিজয় রায়কে বড় বাজারে তার দোকান থেকে গ্রেপ্তার করা হয়, তার গ্রেপ্তারের ইটনা থানার ওসি জাফর ইকবাল নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে ইটনা থানায় মামলা রয়েছে। অন্যান্য

১৬ ঘণ্টা আগে

নির্বাচন এখন অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে: দেবপ্রিয়

নির্বাচন এখন ক্রমান্বয়ে একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “সবাই আশা করছেন নির্বাচন যথাসময়ে, সুষ্ঠুভাবে এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে। এর ফলাফল আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনকে আরও এগিয়ে নেবে।”

১৮ ঘণ্টা আগে

বিচারকের ছেলেকে হত্যা: আসামি ৫ দিনের রিমান্ডে

রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওশিফ রহমান সুমনকে (১৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের হওয়া মামলার একমাত্র আসামি লিমন মিয়ার (৩৫) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২

১৮ ঘণ্টা আগে

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে: সাদিক কায়েম

সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদি শাসনের সময় খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসররা দেশের প্রতিটি ক্যাম্পাসকে কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করেছিল। গণরুম–গেস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘিত হতো। জুলাই বিপ্লব ও অসংখ্য শহিদের ত্যাগের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু স্বাধ

১৮ ঘণ্টা আগে