রাজশাহীতে 'সাইবারস্পেসে নারী ও শিশুদের নিরাপত্তা' শীর্ষক কর্মশালা

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে 'নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস: বিদ্যমান প্রযুক্তিগত ও আইনি দৃষ্টিভঙ্গির চ্যালেঞ্জ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে রাজশাহীর মনি বাজার নানকিং দরবার হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দোলা মহিলা উন্নয়ন সংস্থার (ডিএমইউএস) আয়োজনে ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহযোগিতায় কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভুয়া আইডি, ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল, অশ্লীল বার্তা ও ভিডিও পাঠানো, ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হয়রানি এবং আর্থিক প্রতারণার শিকার হন। ভুক্তভোগীরা প্রায়ই বিষয়টি প্রকাশ করতে ভয় পান। এতে অপরাধীরা আরও সাহসী হয়ে ওঠে।

গবেষণায় আরও জানানো হয়, অনলাইনে হয়রানির শিকার হলে নিকটস্থ থানায় অভিযোগ করা যায়। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিদ্যমান আইনের আওতায় ন্যায়বিচার পাওয়া সম্ভব। তবে সাধারণ মানুষকে আরও সচেতন করা জরুরি।

কর্মশালায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, “নারী ও শিশুদের জন্য ইন্টারনেটকে নিরাপদ করা সবার দায়িত্ব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে ব্যবহারকারীদের নিজেদের নিরাপত্তার কৌশল জানা উচিত।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী বারের সাধারণ সম্পাদক জমশেদ আলী, ডিএমইউএসের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. শহিদুল্লাহ আনসারী, আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রওনক আরা পারভীন, আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) সাবিনা ইয়াসমিন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মো. শাফিন মাহমুদ।

বক্তারা বলেন, প্রযুক্তি যেমন জীবন সহজ করেছে, তেমনি বড় হুমকিও তৈরি করেছে। শিশু-কিশোররা অল্প বয়সেই ইন্টারনেট ব্যবহার করছে, কিন্তু ঝুঁকি সম্পর্কে জানে না। তাই পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে সাইবার ক্রাইম ইউনিট থেকে সহায়তা নিতে হবে।

মুক্ত আলোচনায় অংশ নেন শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারী, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক মোস্তাফিজুর রহমান, ব্লাস্ট সমন্বয়কারী অ্যাড. সামিনা বেগম, পুলিশ সদস্য ফাতেমাতুজ জোহরা ইতি ও বিলকিসসহ আরো অনেকে।

তাঁরা বলেন, সাইবার অপরাধ দ্রুত বাড়ছে। নারী সাংবাদিক, শিক্ষার্থী ও চাকরিজীবীরা বিশেষভাবে টার্গেট হচ্ছেন। তাই অনলাইন হয়রানিকে অবহেলা না করে তাৎক্ষণিকভাবে আইনের আশ্রয় নিতে হবে।

এছাড়া কর্মশালায় বক্তব্য দেন শিক্ষার্থী প্রার্থনা ফারদ্বীন মিথিলা ও শওকত সাজিদ। তাঁরা জানান, ভুয়া আইডি থেকে অশ্লীল বার্তা পেয়ে অনেক কিশোরী আতঙ্কিত হয়। অভিভাবকরা বিষয়টি জানলে সমাধান খোঁজা সহজ হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফের জাদিমোরা (ক্যাম্প-২৬) রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামের একজন নিহত হয়েছেন।

২ দিন আগে

লিফট বিকল, ভবনের দেয়াল ভেঙে বর উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

২ দিন আগে

হাড়কাঁপানো শীতেও হাওরে বোরো আবাদের কর্মযজ্ঞ

শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়ছেন খেতে। বিস্তীর্ণ হাওরের মাঠজুড়ে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যা থেকে জমি চাষ—সব কাজই চলছে সন্ধ্যা পর্যন্ত।

২ দিন আগে

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।

৩ দিন আগে