২৬ দিন পর পশ্চিমাঞ্চল রেলের ৩৭ ট্রেন চালু

রাজশাহী ব্যুরো

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে আন্দোলন, সহিংসতা আর ক্ষমতার পট পরিবর্তনের অস্থির সময় পেরিয়ে সারাদেশে আবার পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর সরকারি নিদের্শনা মোতাবেক আজ মঙ্গলবার থেকে পশ্চিমাঞ্চল রেলের ৩৭টি ট্রেন চলাচল শুরু করেছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে স্বল্প দূরত্বে চলছে এসব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে চলবে আন্তঃনগর ট্রেন। এদিকে, ট্রেন চালুর প্রথম দিনে যাত্রী চাপ কম থাকলেও স্বস্তি ফিরেছে সবার মাঝে।

পশ্চিম রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকেই সারাদেশের সঙ্গে পশ্চিমাঞ্চল রেলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২৫ জুলাই কারফিউ শিথিল হলে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের ঘোষণা দেয় পশ্চিল রেলওয়ে কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত সেই দিনও ট্রেন চলাচল করেনি। এরপর থেকে বন্ধই ছিল ট্রেন চলাচল। অবশেষে ২৬ দিন পর মন্ত্রণালয়ের নির্দেশনায় ৩৭টি ট্রেনের মাধ্যমে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু হলো।

পশ্চিমাঞ্চলে ৪৩টি মেইল ট্রেন রয়েছে। তবে প্রথম দিনে ছয়টি ট্রেন চলাচল করতে পারেনি। বুধবার থেকে পুরোপুরিভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে।

রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের যাত্রী শাহীন আলম বলেন, ‘অনেক দিন পর ট্রেনযাত্রার সুযোগ পাচ্ছি। নিরাপদে যেতে ট্রেনের বিকল্প নেই। ট্রেন চালু হওয়ায় আমাদের বেশ সুবিধা হচ্ছে।’

একই ট্রেনে বাড়ি ফিরছিলেন আশিকুর রহমান। তিনি বলেন, ‘বেশ কয়েকদিন থেকেই শুনছিলাম ট্রেন চালু হবে। নিরাপদে বাড়ি যেতে তাই অপেক্ষা করছিলাম। ট্রেন চালু হওয়ায় বাড়ি যাচ্ছি।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আহম্মদ হোসেন মাসুম বলেন, আমাদের ৪৩টি মেইল ট্রেনের মধ্যে ছয়টি বাদে সবগুলোই চালু হয়েছে। সরকারি নিদের্শনা মোতাবেক বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চালু হবে। এসব ট্রেনের টিকেটও বিক্রি শুরু হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার, এনবিআর, রেললাইনের নিরাপত্তায় থাকবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গানের আসরে আল্লাহকে ‘কটূক্তি’, বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশন করেন আবুল সরকার। এ সময় তিনি ধর্ম অবমাননা করেন ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করেন।

২ দিন আগে

নৌকায় ভোট চেয়ে পদ হারানো হেলাল ‘ঘরে ফিরলেন’

এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।

২ দিন আগে

রাবির দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে অপহরণ, ক্যাম্পাসে তোলপাড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

২ দিন আগে

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে : মাহমুদুর রহমান

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত

২ দিন আগে