রাজশাহীতে জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কিটনাশক প্রয়োগ, হুমকিতে জনস্বাস্থ্য

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ফসলি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে নষ্ট হচ্ছে ফসলের পুষ্টিগুণ, কমে যাচ্ছে মাটির উর্বরতা ও দুষিত হচ্ছে পরিবেশ। এছাড়া, এসব ফসলের খাবার গ্রহণের ফলে ক্যানসারসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবুও নানা সীমাবদ্ধতায় এসব বন্ধ হচ্ছে।

কৃষি তথ্যসেবা প্রকাশিত কৃষি ডাইরির হিসেব অনুযায়ী দেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৮৮ লাখ ১৭ হাজার ৯৩৫ হেক্টর। এসব জমিতে ২০২২-২৩ মৌসুমে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে ৬৪ লাখ মেট্রিকটনেরও বেশি, আর কীটনাশক ব্যবহার করা হয়েছে ৩৯ হাজার ২৮৩ মেট্রিকটন।

সরেজমিনে রাজশাহীর পবা, তানোর, গোদাগাড়ী, পুঠিয়া, বাগমারাসহ বিভিন্ন উপজেলায় গিয়ে দেখা যায়, রোগবালাই দমন ও বাড়তি ফলন পেতে ফসলি জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ করছেন কৃষকরা।

পবা উপজেলার কর্ণহার এলাকার কৃষক আলমগীর হোসেন বলেন, তিন বিঘা জমিতে বেগুন ও মরিচ লাগিয়েছি। চার দিন পর পর নিয়মিত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে এবার বাম্পার ফলন হয়েছে। কীটনাশক প্রয়োগ না করলে পোক লেগে বেগুন বড় হবে না, আবার ভালোও হবে না। তাই বাধ্য হয়ে কীননাশক ও রাসায়নিক সার প্রয়োগ করতে হয়।

বাগমারা এলাকার হাটগাঙ্গোপাড়া এলাকার কৃষক সবুজ হোসেন বলেন, দুই বিঘা জমিতে গত বছর কীটনাশক প্রয়োগ না করায় বেগুনে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। এবার শুরু থেকে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের কারণে ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি প্রায় এক মন সার প্রয়োগ করা হয়েছে।

তবে মাত্রাঅতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগে জমির উর্বরতা হারানোর সাথে সাথে পরিবেশের বাস্ত সংস্থান ধ্বংস হচ্ছে ও জীব-বৈচিত্র অস্তিত্ব সংকটে পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার অ্যাক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম পারভেজ বলেন, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে উপকারী অর্গানিজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া, জমির উর্বরতা হারানোর সাথে সাথে পরিবেশের বাস্ত সংস্থান ধ্বংস হচ্ছে ও জীব-বৈচিত্র অস্তিত্ব সংকটে পড়ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ বলেন, ১৫-২০ বছর আগে যেসব জলাশয়ে প্রাকৃতিকভাবে বিভিন্ন রকমের মাছ ও প্রাণীর উপস্থিতি দেখা যেত। সেগুলো এখন আস্তে আস্তে কমে গেছে। পানিতেও বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য প্রয়োগের ফলে এটা ঘটেছে। এছাড়া, কৃষি ক্ষেত্রে আধুনিক তথ্য-প্রযু্ক্তি ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে, মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করে উৎপাদিত এসব ফসল থেকে খাদ্য গ্রহণের ফলে ক্যান্সারাক্রান্ত ও প্রজনন ক্ষমতা নষ্ট হওয়ার মতো জনজীবন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক ডা. এফএমএ জাহিদ বলেন, মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগে পোকা-মাকড় রোধ করা গেলেও উৎপাদিত ওই ফসল থেকে খাদ্যেও বিষক্রিয়া থেকে যায়। এতে ক্যান্সারাক্রান্ত ও প্রজনন ক্ষমতা নষ্ট হওয়ার মতো জনজীবন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। ফলে যে খামারি বা কৃষক ফসলে এগুলো প্রয়োগ করেন তাকে অবশ্যই জানান দিতে হবে যে 'আমি কীটনাশকটা গতকাল বা আজ ব্যবহার করেছি'। তাহলে ক্রেতা সচেতনভাবে সেটা ব্যবহার থেকে বিরত থাকবে। এভাবে জনগণ স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচতে পারবে।

এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, লোকবল সংকটসহ নানা সীমাবদ্ধতার কারণে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে পারছে না কৃষি বিভাগ। তবে, কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে আশা করছি, কৃষকরা সচেতন হলে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ আস্তে আস্তে কমবে।

জানতে চাইলে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, নিরাপদ ফসল উৎপাদনে সহযোগিতার জন্য কমিটি করা আছে। সেই কমিটিগুলোকে কার্যকর করতে পারলে দ্রুত এই সমস্যার সমাধান হবে। তবুও এ বিষয়ে কৃষকরা সচেতন না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৭ ঘণ্টা আগে

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

বিস্ফোরণের শব্দে আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

১৮ ঘণ্টা আগে

খালেদা জিয়া জনগণের হৃদয়ে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন : মিনু

তিনি বলেন, 'মা খালেদা জিয়া আমাকে রাজনীতিতে গড়ে তুলেছেন। ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ দিয়েছেন। সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি তাঁর কারণেই।'

১৯ ঘণ্টা আগে

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকাল মৃত্যু

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

১ দিন আগে