রাজশাহীতে অটোর ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু

রাজশাহী ব্যুরো
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে দ্রুতগামী ব্যাটারিচালিত এক অটোরিকশার ধাক্কায় ইসলামিক ফাউন্ডেশনের শিশু শিক্ষা কেন্দ্রের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বড়গাছি এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোছা. মাইমুনা আক্তার আসমা (৪)। সে বড়গাছি গ্রামের মো. হামিম হোসেনের কন্যা। বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ওইদিন সকালেও আসমা শিশু শিক্ষা কেন্দ্রে পড়াশোনা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে প্রধান সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রেমতলী মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া অটোচালকদের কারণে গ্রামীণ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১ দিন আগে

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

১ দিন আগে

কোটা-বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল চলছে

হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

১ দিন আগে

রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।

২ দিন আগে