
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হবে সার্কিট হাউজের পেছনের কালেক্টরেট মাঠে। জাতীয় গ্রন্থকেন্দ্র মেলার সার্বিক সহযোগিতা করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) হাবিবুর রহমান।
তিনি জানান, বইমেলাটি চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে শুক্রবার বিকেল ৪টায় এবং সমাপনী অনুষ্ঠান ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায়। কর্মদিবসে মেলা চলবে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, “রাজশাহীর সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বই ও সাহিত্য গভীরভাবে যুক্ত। আমরা চাই এবারের বইমেলাটি হোক একটি উৎসবমুখর আয়োজন, যেখানে পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিমনা মানুষ একত্রিত হবেন বইয়ের বন্ধনে।”
তিনি আরও জানান, এবারের বইমেলায় ১১টি সরকারি প্রতিষ্ঠান এবং ৭০টি বেসরকারি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। অর্থাৎ মোট ৮১টি স্টল নিয়ে সাজানো হচ্ছে এবারের আয়োজন। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, কবি নজরুল ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
প্রতিদিন বিকেল ৬টায় মেলার মূলমঞ্চে একটি করে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বাদে বাকি সাত দিনে সাতটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এসব আলোচনায় অংশ নেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যাপক, লেখক ও সাহিত্যপ্রেমীরা।
এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। রাজশাহী শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি এবং স্থানীয় ১০ থেকে ১২টি সাংস্কৃতিক সংগঠন এই আয়োজন পরিচালনা করবে।
হাবিবুর রহমান বলেন, “ইতিমধ্যে মাঠ প্রস্তুতি, সাজসজ্জা ও প্রচারণার কাজ প্রায় শেষের দিকে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, বইমেলাকে ঘিরে রাজশাহী শহর এক উৎসবমুখর পরিবেশে রূপ নেবে।”

রাজশাহীতে আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হবে সার্কিট হাউজের পেছনের কালেক্টরেট মাঠে। জাতীয় গ্রন্থকেন্দ্র মেলার সার্বিক সহযোগিতা করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) হাবিবুর রহমান।
তিনি জানান, বইমেলাটি চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে শুক্রবার বিকেল ৪টায় এবং সমাপনী অনুষ্ঠান ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায়। কর্মদিবসে মেলা চলবে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, “রাজশাহীর সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বই ও সাহিত্য গভীরভাবে যুক্ত। আমরা চাই এবারের বইমেলাটি হোক একটি উৎসবমুখর আয়োজন, যেখানে পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিমনা মানুষ একত্রিত হবেন বইয়ের বন্ধনে।”
তিনি আরও জানান, এবারের বইমেলায় ১১টি সরকারি প্রতিষ্ঠান এবং ৭০টি বেসরকারি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। অর্থাৎ মোট ৮১টি স্টল নিয়ে সাজানো হচ্ছে এবারের আয়োজন। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, কবি নজরুল ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
প্রতিদিন বিকেল ৬টায় মেলার মূলমঞ্চে একটি করে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বাদে বাকি সাত দিনে সাতটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এসব আলোচনায় অংশ নেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যাপক, লেখক ও সাহিত্যপ্রেমীরা।
এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। রাজশাহী শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি এবং স্থানীয় ১০ থেকে ১২টি সাংস্কৃতিক সংগঠন এই আয়োজন পরিচালনা করবে।
হাবিবুর রহমান বলেন, “ইতিমধ্যে মাঠ প্রস্তুতি, সাজসজ্জা ও প্রচারণার কাজ প্রায় শেষের দিকে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, বইমেলাকে ঘিরে রাজশাহী শহর এক উৎসবমুখর পরিবেশে রূপ নেবে।”

কিশোরগঞ্জ-৪ আসনটি মূলত অ্যাডভোকেট আব্দুল হামিদের ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেলে রেজাউন আহমেদ তৌফিক এই আসনের দায়িত্ব নেন। তবে সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাপ-বেটা এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ায় অনেক নেতাই আসনটি দখলের আশায় বুক বেঁধেছেন। এরই মধ্যে বিএনপির আধা-ডজনেরও বেশি নেতা
১১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মিত এই সেতুটির নির্মাণ ব্যয় ছিল সাত কোটি টাকারও বেশি। কিন্তু সেতু নির্মাণের পর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে মূল্যবান সেতুটি জনগণের কোনো কাজে আসছে না। স্থানীয়ভাবে কিছু মাটি ফেলে উঁচু সেতুটির প্রান্তের সাথে জুড়ে দেওয়া হয়েছে, যার কারণে জন
১২ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘টেকনাফে বঙ্গোপসাগরের অদূরে নাইক্ষ্যংদিয়া থেকে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, যার মধ্যে ৫ জন বাংলাদেশি ও ২ জন রোহিঙ্গা রয়েছে।’
১ দিন আগে
ভুয়া বিয়ের নাটক সাজিয়ে এক তরুণীর সঙ্গে একসঙ্গে বসবাস এবং পরে তাকে গর্ভবতী করে পালিয়ে যাওয়ার অভিযোগে মাসুম মন্ডল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে