রাজশাহীতে ১১ দফা দাবিতে আরএনবি সদস্যদের বিক্ষোভ-স্মারকলিপি

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা। আজ রোববার দুপুর ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম কার্যালয়ের (রেলভবন চত্ত্বর) সামনে বিক্ষোভ মিছিল শেষে জিএম বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

১১ দফা দাবিগুলো মধ্যে প্রতিদিন ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করানো হলে অতিরিক্ত কর্ম ঘণ্টার জন্য দ্বিগুণ হারে ওভার টাইম দেওয়া, নিয়োগবিধি সংশোধন করে প্রতি বছর শূন্যপদের বিপরীতে জনবল নিয়োগ দেওয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাঠপর্যায়ের 'চেইন অব কমান্ড' কোনো সিভিল অফিসারের হাতে থাকবে না। ব্যারাক ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্মাণ, সিকিউরিটি ম্যানুয়েল-১৯৮৫ মেনে চার্জ প্রদান অন্যতম।

বিক্ষোভকারীরা বলেন, ন্যায্য দাবি নিয়ে সাময়িক কর্মবিরতিতে যাওয়া বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ও সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার নিশ্চয়তা প্রদান করতে হবে। অন্যথায় এ একই ইস্যু নিয়ে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে। পরে নিরাপত্তা বাহিনীর কর্ম বিরতির স্থানে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) গিয়ে আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

এসময় পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) আহম্মদ হোসেন মাসুম বলেন, দাবিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের এই দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া দেবেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গানের আসরে আল্লাহকে ‘কটূক্তি’, বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশন করেন আবুল সরকার। এ সময় তিনি ধর্ম অবমাননা করেন ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করেন।

২ দিন আগে

নৌকায় ভোট চেয়ে পদ হারানো হেলাল ‘ঘরে ফিরলেন’

এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।

২ দিন আগে

রাবির দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে অপহরণ, ক্যাম্পাসে তোলপাড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

২ দিন আগে

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে : মাহমুদুর রহমান

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত

২ দিন আগে