রাজশাহীতে ১১ দফা দাবিতে আরএনবি সদস্যদের বিক্ষোভ-স্মারকলিপি

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা। আজ রোববার দুপুর ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম কার্যালয়ের (রেলভবন চত্ত্বর) সামনে বিক্ষোভ মিছিল শেষে জিএম বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

১১ দফা দাবিগুলো মধ্যে প্রতিদিন ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করানো হলে অতিরিক্ত কর্ম ঘণ্টার জন্য দ্বিগুণ হারে ওভার টাইম দেওয়া, নিয়োগবিধি সংশোধন করে প্রতি বছর শূন্যপদের বিপরীতে জনবল নিয়োগ দেওয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাঠপর্যায়ের 'চেইন অব কমান্ড' কোনো সিভিল অফিসারের হাতে থাকবে না। ব্যারাক ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্মাণ, সিকিউরিটি ম্যানুয়েল-১৯৮৫ মেনে চার্জ প্রদান অন্যতম।

বিক্ষোভকারীরা বলেন, ন্যায্য দাবি নিয়ে সাময়িক কর্মবিরতিতে যাওয়া বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ও সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার নিশ্চয়তা প্রদান করতে হবে। অন্যথায় এ একই ইস্যু নিয়ে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে। পরে নিরাপত্তা বাহিনীর কর্ম বিরতির স্থানে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) গিয়ে আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

এসময় পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) আহম্মদ হোসেন মাসুম বলেন, দাবিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের এই দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া দেবেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের বাতিঘর : শোক সভায় বক্তারা

তারা বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার যে অনন্য ইতিহাস, বেগম খালেদা জিয়া তা নিজের জীবন দিয়ে রচনা করে গেছেন। তিনি ক্ষমতার মোহে রাজনীতিতে আসেননি; ইতিহাসের নির্মম ডাকেই তাঁকে নেতৃত্বের ভার কাঁধে তুলে নিতে হয়েছিল। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর শোক তাঁকে ভেঙে দেয়নি, ব

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১ দিন আগে

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

বিস্ফোরণের শব্দে আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

১ দিন আগে

খালেদা জিয়া জনগণের হৃদয়ে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন : মিনু

তিনি বলেন, 'মা খালেদা জিয়া আমাকে রাজনীতিতে গড়ে তুলেছেন। ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ দিয়েছেন। সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি তাঁর কারণেই।'

১ দিন আগে