মেলেনি অনুমতি, অষ্টগ্রামে এবছর হচ্ছে না হাওরের শতবর্ষী চৌদ্দমাদল মেলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩: ৫৪
রোববার (১৮ জানুয়ারি) থেকে ঐতিহ্যবাহী এই মেলাটি শুরু হওয়ার কথা ছিল। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঐতিহ্যবাহী শতবর্ষী চৌদ্দমাদল মেলার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। ফলে দীর্ঘদিনের এই লোকজ ও ধর্মীয় উৎসব এবার অনুষ্ঠিত হচ্ছে না। আগামী রোববার (১৮ জানুয়ারি) থেকে চার দিনব্যাপী মেলাটি শুরু হওয়ার কথা ছিল।

জানা গেছে, অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের খেলার মাঠে প্রতিবছর এই মেলার আয়োজন করা হতো। চলতি বছর ছিল মেলাটির ৯৬তম আয়োজন। মেলার অনুমতি না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের ভাষ্য, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন হিসেবে শুরু হলেও চৌদ্দমাদল মেলা সময়ের পরিক্রমায় সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। মেলাকে কেন্দ্র করে পুরো হাওরাঞ্চলে কয়েক দিন ধরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতো।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় এবং সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এবার মেলার অনুমোদন দেওয়া হয়নি। মূলত জনসমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ‘বর্তমানে নির্বাচনই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তার স্বার্থে এবার চৌদ্দমাদল মেলার অনুমতি দেওয়া সম্ভব হয়নি।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আসন্ন নির্বাচন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে যা প্রয়োজন, সে সিদ্ধান্ত তারাই নেবে। যেসব ক্ষেত্রে সংস্কার দরকার, সেগুলো করা হবে। দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

৮ ঘণ্টা আগে

উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত ৬: তিনজন কুমিল্লার একই পরিবারের

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তেই ভবনটি ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ার কারণে ভেতরে আটকে পড়া বাসিন্দারা বের হতে না পারায় হতাহতের ঘটনা ঘটে।

১০ ঘণ্টা আগে

সিলেটে তিন বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

১৪ ঘণ্টা আগে

টেকনাফে গোলাগুলির মাঝে পড়ে প্রাণ গেল কিশোরীর

নিহত কিশোরীর বাবা মো. ছিদ্দিক আহমেদ বলেন, সন্ধ্যার দিকে পাহাড়ের ভেতর থেকে হঠাৎ করে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর আমার মেয়ের বুকে গুলি লাগে। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

১ দিন আগে