কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর কালিয়াজুরী পাক্কার মাথাসংলগ্ন একটি বাড়ি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে, তাদের খুন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তাহমিনা আক্তার (৫৫) ও তার মেয়ে সুমাইয়া আক্তার রিংকি (২৪) ওই বাসায় ভাড়া থাকতেন। রিংকি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১- ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, নিহতরা কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা। তবে গত পাঁচ-ছয় বছর ধরে তারা কালিয়াজুড়ি এলাকায় হাতেখড়ি পাঠশালা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। রিংকির বাবা নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন। বড় ভাই রাসেল মিয়া কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ভাই আল আমিন ঢাকায় আইন বিষয়ে পড়ালেখা করছেন।
আল আমিন জানান, রোববার সকালেও মায়ের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়েছে। রাতে ঢাকা থেকে বাড়িতে ফিরে তিনি ঘরে মা ও বোনের মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
খবর পেয়ে গভীর রাতে পুলিশ ওই বাসায় যায়। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় রিংকির ভাই আল আমিন বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, খবর পেয়ে গভীর রাতেই আমরা সেখানে গিয়েছি। খাটের নিচে বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কুমিল্লা নগরীর কালিয়াজুরী পাক্কার মাথাসংলগ্ন একটি বাড়ি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে, তাদের খুন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তাহমিনা আক্তার (৫৫) ও তার মেয়ে সুমাইয়া আক্তার রিংকি (২৪) ওই বাসায় ভাড়া থাকতেন। রিংকি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১- ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, নিহতরা কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা। তবে গত পাঁচ-ছয় বছর ধরে তারা কালিয়াজুড়ি এলাকায় হাতেখড়ি পাঠশালা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। রিংকির বাবা নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন। বড় ভাই রাসেল মিয়া কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ভাই আল আমিন ঢাকায় আইন বিষয়ে পড়ালেখা করছেন।
আল আমিন জানান, রোববার সকালেও মায়ের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়েছে। রাতে ঢাকা থেকে বাড়িতে ফিরে তিনি ঘরে মা ও বোনের মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
খবর পেয়ে গভীর রাতে পুলিশ ওই বাসায় যায়। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় রিংকির ভাই আল আমিন বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, খবর পেয়ে গভীর রাতেই আমরা সেখানে গিয়েছি। খাটের নিচে বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, বিকেলে র্যাব সদস্যরা দুটি গাড়ি নিয়ে গিয়ে মোশারফের দোকানে ঢুকে তাকে অস্ত্রসহ আটকের কথা জানান। তবে স্থানীয়দের অভিযোগ, র্যাব গাড়িতে করে অস্ত্র এনে মোশারফ হোসেনকে ফাঁসিয়েছে।
১৫ ঘণ্টা আগেঅবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই’, ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’, ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন অবরোধকারীরা।
১৮ ঘণ্টা আগেগোপাল ঘাটিয়া এলাকায় দ্বিতীয় অভিযানে সশস্ত্র অবস্থায় একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ১৯৯ রাউন্ড ২২ ক্যালিবারের গুলি, দুটি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, রাইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
২০ ঘণ্টা আগে