খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, জনজীবন স্বাভাবিক

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১১: ৫২
খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়ায় সেখানকার জনজীবন স্বাভাবিক হয়েছে

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার এবং এরপর প্রশাসনের জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়ায় সেখানকার জনজীবন স্বাভাবিক হয়েছে।

জুম্ম ছাত্র-জনতা শনিবার সকালে ফেসবুকে বিবৃতি দিয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর রাত ৯টার দিকে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ১৪৪ ধারা প্রত্যাহার করেন।

নিরাপত্তা বাহিনীর চাহিদার ভিত্তিতে এবং খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

গুইমারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তারও সেখানে ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছেন।

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ এবং প্রশাসনের জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়ায় জনজীবন স্বাভাবিক হয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ সকল ধরনের যান চলাচল এখন স্বাভাবিকভাবে চলছে। এছাড়া সব ধরনের দোকানপাঠ খুলেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শহরের সব ধরনের দোকানপাটও খুলেছে।

তবে, সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর টহলও অব্যাহত আছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ

অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।

১ দিন আগে

খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার

সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে স্থগিত ঘোষণা করা অবরোধ পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে আগামীকাল রোববার (৫ অক্টোবর) পর্যন্ত এই অবরোধ স্থগিত করা হয়েছিল।

১ দিন আগে

বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না সিলেটে

নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন বলেন, সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তখনই বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ও সহযোগিতা চেয়েছেন।

১ দিন আগে

চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টুকুর জিডি

২ দিন আগে