নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর ১২ টায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশ করেন নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণ।

নেত্রকোনার এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে ও নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা আদালতের জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, নেত্রকোনা জেলা রোভারের কমিশনার অধ্যাপক রফিকুল্লাহ হক চৌধুরী কামাল, অধ্যক্ষ আনোয়ার হাসান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, কবি এনামুল হক পলাশ, গণধিকার পরিষদের নেতা তারিক জামিল ফয়েজী, এনসিপির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা খান মোজতাহিদ, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণ অংশ নেন।

বক্তারা বলেন, সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে অবকাঠামো তৈরি করার জন্য জোরালো দাবি জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নড়াইলে ১৫০ বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজার মেলা

স্থানীয়রা জানান, লক্ষ্মী পূজার দিনে নদীতে গঙ্গাস্নান করলে পাপমোচন হয় এবং পূজা দিলে মনোবাসনা পূরণ হয়। এক সময় এখানে যাত্রা, সার্কাস, পুতুলনাচ থাকলেও এখন তা বদলে জায়গা নিয়েছে আধুনিক রাইড ও বিনোদনের নানা আয়োজন।

১৬ ঘণ্টা আগে

নিয়ন্ত্রণে আসেনি আশুলিয়ার পোশাক কারখানার আগুন

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

১৭ ঘণ্টা আগে

খুনের মামলা রাজনৈতিক দেখিয়ে প্রত্যাহার চেষ্টার অভিযোগ

লিখিত বক্তব্যে মামলার বাদী রঞ্জু আহমেদ বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবর রায়পুর গ্রামে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে তার বাবা শামসুল ইসলাম, ভাই মনিরুল ইসলাম ও মন্টুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মন্টু।

১৮ ঘণ্টা আগে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

১৯ ঘণ্টা আগে