নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর ১২ টায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশ করেন নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণ।

নেত্রকোনার এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে ও নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা আদালতের জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, নেত্রকোনা জেলা রোভারের কমিশনার অধ্যাপক রফিকুল্লাহ হক চৌধুরী কামাল, অধ্যক্ষ আনোয়ার হাসান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, কবি এনামুল হক পলাশ, গণধিকার পরিষদের নেতা তারিক জামিল ফয়েজী, এনসিপির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা খান মোজতাহিদ, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণ অংশ নেন।

বক্তারা বলেন, সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে অবকাঠামো তৈরি করার জন্য জোরালো দাবি জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মিয়ানমারে গোলাগুলি, টেকনাফ সীমান্তে শিশু আহত

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ৬৪ বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। সেইসঙ্গে টহল জোরদার করা হয়েছে।

১ দিন আগে

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

জানা গেছে, শনিবার রাতে শাহানগর দিঘিরপাড় এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে জামাল মারা যান। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

২ দিন আগে

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফের জাদিমোরা (ক্যাম্প-২৬) রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামের একজন নিহত হয়েছেন।

২ দিন আগে

লিফট বিকল, ভবনের দেয়াল ভেঙে বর উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

২ দিন আগে