কুমিল্লায় দুই পুলিশসহ ৩ জন নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুমিল্লার তিতাস থানা পুলিশের দুই সদস্য বিক্ষুব্ধ জনতার পিটুনিতে নিহত হয়েছেন। এ ছাড়াও গুলিতে নিহত হয়েছেন আরেক যুবক। সোমবার (৫ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। কুমিল্লার তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাতে এসব কথা জানান তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।

নিহতরা হলেন তিতাস থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করীম ও কনস্টেবল মাইন উদ্দিন। তারা জনতার পিটুনিতে মারা গেছেন। এ ছাড়া দাউদকান্দি উপজেলার তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া (২১) গুলিতে মারা গেছেন।

একটি সূত্রে জানা গেছে, স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিতাস থানা ঘেরাও করতে গেলে পুলিশ আত্মরক্ষার্থে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হন। পরে সেনাবাহিনীর সদস্যরা থানায় পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। থানা পুলিশ সদস্যদের উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা তিতাস থানা এবং থানার পাশের মার্কেটে অগ্নিসংযোগ করে। এ সময় থানা পাহারায় থাকা ২ পুলিশ সদস্য জীবন রক্ষার্থে থানার পেছনের ফটক খুলে পালানোর চেষ্টা করেন। জনতা তাদের দেখে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, ‘ওসি আমাদের জানিয়েছেন জনতা সব লুট করে নিয়ে গেছেন। এখনও থানায় যাওয়ার পরিস্থিতি নেই। থানায় আগুন দেওয়া হয়েছে। গাড়ি পোড়ানো হয়েছে। লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করছেন তারা।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের ৩ শ্রমিক নিহত

জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহত ৬ জনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত ও আহত শ্রমিকদের বাড়ি উপজেলার ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

১১ ঘণ্টা আগে

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

আহত যুবক হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে। ঘটনার পর সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে।

১৩ ঘণ্টা আগে

'গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য'

গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

১৩ ঘণ্টা আগে

অস্ত্রোপচারের পরও গুলি রয়ে গেছে শিশু হুজাইফার মস্তিষ্কে

হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে বলেন, ‘ভোর চারটা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়েছে। তবে গুলিটি বের করা হয়নি। সেটি মস্তিষ্কে; বের করা হলে ঝুঁকি আছে। তবে মস্তিষ্কের চাপ কমানো হয়েছে।’

১৫ ঘণ্টা আগে