বিএনপিকে রাজনীতি থেকে সরানোর চেষ্টাকারীরা হারিয়ে গেছে : আব্দুল বারী

নেত্রকোনা প্রতিনিধি
বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-২ সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, ‘বিএনপিকে যারা রাজনীতি থেকে সরানোর চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে। নেতা-কর্মীরা নিজের জীবন বাজি রেখে রাজনীতি করেছেন। নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে কিন্তু মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।’ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় নেত্রকোণা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে নিজ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সমর্থন দিয়েছে। সেই সমর্থন প্রত্যাহার করার সময় চলে এসেছে কি-না আমরা বলব না। নিজেদেরকে বিতর্কিত করবেন না। মানুষের প্রত্যাশিত যে সংস্কার সেটাকে বিলম্বিত করা এবং মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যে মূল দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব বাদ দিয়ে কোনো কৌশল বা পন্থা অবলম্বন যদি করেন, তাহলে দেশের মানুষ মানবে না। কখনো বলা হচ্ছে ডিসেম্বর, কখনো সংস্কার। সংস্কারের জনক তো বিএনপি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। যার কারণে এভাবে একত্র হওয়ার সুযোগ ছিল না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের সম্মানে আজকের ইফতার পার্টির আয়োজন করেছি। আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমৃত্যু পর্যন্ত পাশে থাকতে চাই।’

সম্মানিত ওলামা-মশায়েখ, এতিম, বিভিন্ন পেশাজীবী ও রাজনীতিবিদদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দীন খাঁন, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ডক্টর আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মান্নান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আমিনুল হক খান মকুল, জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আবুল হাসেম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান রিজভী।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিএস মাসুদ রানা চৌধরী, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জাহিদ হাসান, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা ছাত্রদলের সাবেক দুইবারের সভাপতি জাহাঙ্গীর আলম খান মাসুদ, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাসুদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ টিটু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেস উদ্দিন ফারাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনছারী, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানাত হাসান সৈকত, পৌর যুবদলের সভাপতি মোকাম্মেল রানাসহ বিভিন্ন শ্রেণপেশার মানুষ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নড়াইলে ১৫০ বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজার মেলা

স্থানীয়রা জানান, লক্ষ্মী পূজার দিনে নদীতে গঙ্গাস্নান করলে পাপমোচন হয় এবং পূজা দিলে মনোবাসনা পূরণ হয়। এক সময় এখানে যাত্রা, সার্কাস, পুতুলনাচ থাকলেও এখন তা বদলে জায়গা নিয়েছে আধুনিক রাইড ও বিনোদনের নানা আয়োজন।

১৬ ঘণ্টা আগে

নিয়ন্ত্রণে আসেনি আশুলিয়ার পোশাক কারখানার আগুন

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

১৭ ঘণ্টা আগে

খুনের মামলা রাজনৈতিক দেখিয়ে প্রত্যাহার চেষ্টার অভিযোগ

লিখিত বক্তব্যে মামলার বাদী রঞ্জু আহমেদ বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবর রায়পুর গ্রামে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে তার বাবা শামসুল ইসলাম, ভাই মনিরুল ইসলাম ও মন্টুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মন্টু।

১৮ ঘণ্টা আগে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

১৯ ঘণ্টা আগে