উপজেলা নির্বাচন : খালিয়াজুড়ীতে প্রার্থী হলেন বিএনপির দুই নেতা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৪, ২১: ৫০

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিএনপির দুই নেতা। তারা হলেন, খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনোয়ারা বেগম ও উপজেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান খালিয়াজুরী উপজেলা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। আর মেনায়ারা বেগম খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন ও উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন ওই দুই প্রার্থীর দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিয়েছে। কোনো নেতাকর্মী দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছে। ইতিমধ্যে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যেসব নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছে দলটি।

দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনোয়ারা বেগম বলেন, সরকার এবার প্রতীকবিহীন উপজেলা পরিষদ নির্বাচন ঘোষণা করেছেন। এটা আমাদের সবার জন্য বিরাট সুযোগ। এই নির্বাচনে তো দলীয় প্রতীক নেই, তাই স্বতন্ত্র যে কেউ নির্বাচন করতে পারবে। যেহেতু এর আগে আমি একবার মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। আমার কাজ কর্মে জনগণমুগ্ধ। জনগণ চাইছে আমি আবার প্রার্থী হই। তাই জনগণের ইচ্ছায় প্রার্থী হয়েছি।

এ বিষয়ে নিজের দলের কোন চাপ আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, প্রার্থী হওয়ায় দলীয় কোনো চাপ নেই। সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমার মাঠ খুবই ভালো। ইনশা-আল্লাহ আমি জয়ী হবো।

এ বিষয়ে অপর প্রার্থী উপজেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, বিগত সময়ে উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলাম। দীর্ঘদিন ধরে দল ক্ষমতায় নেই। এখন আর রাজনীতি করি না। দীর্ঘদিন দলের সঙ্গে কোনো সম্পৃক্তা নেই। এখন আমি দলের কোনো পদেও নেই। নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। সেই সঙ্গে একটি দৈনিক পত্রিকার হাওর প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করি। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম বলে মানুষের সঙ্গে যোগাযোগ আছে। মানুষ আমাকে পছন্দ করে, তাই প্রার্থী হয়েছি। যেহেতু দলের সঙ্গে সম্পৃক্তা নেই তাই প্রার্থী হওয়ায় দলীয় কোনো চাপও নেই। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে। আমি নিজের মতো করে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

তবে খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন বলেন, মোস্তাফিজুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন। তিনি আমাদের নিষেধ শুনেননি। জেলা যুবদলের কমিটির বেশ কয়েক মাস ধরে বিলুপ্ত থাকায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারছি না। দেখি পরে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করতে হবে।

এদিকে গতকাল শনিবার খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন বলেন, মনোয়ারা বেগম দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য সুপারিশ করেছি তিনি শুনেননি। শেষ পর্যন্ত প্রত্যাহার না করলে জেলা কমিটির কাছে তাকে বহিষ্কারের সুপারিশ করব।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৯ মে খালিয়াজুরীতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাদের মধ্যে দুইজন ভাইস চেয়ারম্যানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

গতকাল শনিবার (১১ মে) আপিলে দুইজন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। আগামীকাল সোমবার সোমবার (১ মে) প্রতীক বরাদ্দ ও ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দ হবে ১৩ মে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনায় মুদি দোকানিকে গলাকেটে হত্যা

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৬ ঘণ্টা আগে

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা আগে

ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

৯ ঘণ্টা আগে

সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৭২৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায় বেচাকেনা হয়েছে।

২১ ঘণ্টা আগে