জমি দখলে নিতে প্রতিবন্ধীর দোকানঘর ও ঘর ভেঙে দেওয়ার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে জমি দখলে নেওয়ার জন্য প্রতিবেশী কর্তৃক শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির দোকানঘর ও বসতঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে খালি ভিটার মাটি কোদাল চালিয়ে সমান করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর নাম মো. আনোয়ার হোসেন (৩৫)। তিনি নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের আবদুল হেলিমের ছেলে। দোকান ও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আনোয়ারের পুরো পরিবার এখন পথে বসেছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টেবর) দুপুরে সরেজমিনে কালেঙ্গা গ্রামে দেখা যায়, ভেঙে গুড়িয়ে দেওয়া দোকানের খালি ভিটাতে বসে এক ভাই ও মাকে নিয়ে কাঁদছেন আনোয়ার হোসেন।

তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী মো. আদম আলীর ছেলে মাসুদ ও সোহরাব আলী তাঁর দোকান ও বসতঘর ভেঙে জমি দখল করে নিয়েছে। দখল করা জমিতে প্লস্টিকের জাল দিয়ে বেড়া দিয়েছে। ওদের পক্ষে লোকজন বেশি থাকায় আমার চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না।

আনোয়ার ভূমি অফিসের কিছু নথিপত্র বের করে এ প্রতিবেদকের হাতে দিয়ে দাবি করেন, বেদখল হওয়ার জমির মালিক বাবা আবদুল হেলিম। মাঠ পরচায় আনোয়ার হোসেন ও তাঁর অন্য ভাইবোনদের নাম রয়েছে। তিনি এ জমির খাজনাপাতি পরিশোধ করছেন।

কাগজপত্রগুলো ঘেঁটে দেখা যায়, আনোয়ার হোসেন ছাড়াও তাঁর তিনভাই ও দুই বোনের নাম জমির মাঠ পরচায় উল্লেখ রয়েছে। জমির পরিমাণ ৪.২৫ শতক। জমির নামজারির কাগজপত্রে তাঁদের নাম রয়েছে। তিনি নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন।

বসতবাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনায় আনোয়ার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করছেন।

অভিযোগটি তদন্ত করার জন্য আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থানা থেকে উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম ঘটনাস্থলে গেছেন। এসআই সাইদুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত দুইপক্ষের মধ্যে যেসব অভিযোগ রয়েছে, তা কাগজপত্র দেখে সমাধান করতে হবে। কিন্তু ভাঙচুরের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযুক্ত সোহরাব আলীও একটি দলিলের অনুলিপি ও নাম খারিজের কিছু কাগজপত্র দেখিয়ে বিতর্কিত জমি তাঁদের নিজেদের বলে দাবি করেন। তাঁরা নিজেদের জমি দখলের নেওয়ার জন্য দোকানপাঠ ও বসতঘর সরিয়ে দিয়েছেন। বসতঘর ও দোকানঘর গুড়িয়ে দিয়ে এভাবে জোর করে জমি দখল করা বে-আইনি কিনা জানতে চাইলে সোহরাব আলী কোনো উত্তর দেননি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, অভিযোগ তদন্ত করার জন্য একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি প্রতিবেদন দেওয়ার পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহী সেনানিবাসে সেনাপ্রধান কুচকাওয়াজ-শপথ অনুষ্ঠিত

নবীন রিক্রুটদের সালাম ও অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের প্রতি অভিনন্দন জানান এবং কর্মজীবনে তাদের

১৬ ঘণ্টা আগে

শ্বশুরবাড়ি থেকে আ. লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

ঝালকাঠি জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সারমিন মৌসুমি কেকার (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোড টাউন হলের সামনে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

২০ ঘণ্টা আগে

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু গোলচত্বর এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।

২ দিন আগে

চোলাই মদ পানের পর ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, শুক্রবার (১০ অক্টোবর) রাতে ১০-১২ জন দিনমজুর ডিঙ্গেহ এলাকার গোপন একটি স্থানে চোলাই মদ পান করেন। বিষাক্ত সেই মদ পান করার পর শনিবার তিনজন মারা গেছেন বলে খবর পাওয়া যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পর আরও তিনজন মারা গেছে

২ দিন আগে