ঈশ্বরগঞ্জে মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া ২০৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স। তার বাঁয়ে মাজেদ ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০৪ শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি দিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবি মানবিক সংস্থা ‘মাজেদ বাবু ফাউন্ডেশন’।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে অডিটরিয়াম ও সামনের চত্বর।

শিক্ষার্থীদের করতালি, হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে চারদিক হয়ে ওঠে প্রাণবন্ত। সন্তানদের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকেরাও আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী।

এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত পরীক্ষায় গণহারে নম্বর বা জিপিএ-৫ পাইয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হতো। এবার সেটা ছিল না। তাই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যায় কম হলেও মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে। এটাই হওয়া উচিত।

প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিজ্ঞানী আইনস্টাইন, নিউটন ও স্টিফেন হকিংয়ের কথা তুলে ধরে শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান নিয়ে পড়ার উৎসাহ দেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী শিক্ষার্থীদের নানা বিষয়ে উৎসাহব্যাঞ্জক বক্তব্য দেন।

বক্তব্য শেষে শিক্ষার্থীদের মঞ্চে ডেকে নিয়ে বই, ডায়েরি ও উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। মাজেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠিাতা লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, অরাজনৈতিক ও মানবিক সংস্থা হিসেবে এই ফাউন্ডেশন সবসময় মেধাবি ও কৃতি শিক্ষার্থীদের পাশে থাকবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১ লাখ ৩৫ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাসিকের

টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর অংশ হিসেবে রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

১৮ ঘণ্টা আগে

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকায় রিখটার স্কেলের ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

২০ ঘণ্টা আগে

রাকসুর মঞ্চে নতুন ইতিহাস, ৩২ নারী প্রার্থী

রাকসু নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনকে ধরা হচ্ছে রাকসুর ইতিহাসে সর্বোচ্চ প্রার্থীর অংশগ্রহণ হিসেবে। কেন্দ্রীয় সংসদ ও সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩২০ জন প্রার্থী, আর হল সংসদে রয়েছেন ৭৫৪ জন। এর মধ্যে ২৮৮ জন ছাত্র আর ৩২ জন ছাত্রী।

২০ ঘণ্টা আগে

বাগেরহাটে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলন, অফিস-আদালত বন্ধ

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই বিষয়ে হাইকোর্টে রিট করার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে তারা জানিয়েছেন।

১ দিন আগে